শনিবারের পত্রিকা : ‘সমমনাদের আসন ছাড়বে বিএনপি’

newspaper

দেশের রাজনীতি ও অর্থনীতি সংশ্লিষ্ট খবরসহ বিভিন্ন বিষয়ভিত্তিক খবর দিয়ে শনিবার প্রধান প্রতিবেদন করেছে দেশের সংবাদপত্রগুলো। এর বাইরে আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির প্রস্তুতি, নির্বাচন কমিশনে নতুন দল নিবন্ধনের সর্বশেষ পরিস্থিতি, গুরুত্বপূর্ণ অনেক পদ ফাঁকা রেখেই পুলিশে কার্যক্রম চালানো, সুন্দরবন ও কক্সবাজার জলদস্যুদের উৎপাত বেড়ে যাওয়া, দলীয় কোন্দলে গত আট মাসে অর্ধশতাধিক নেতাকর্মী নিহত, ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক স্থগিত হওয়ার পরও বিশ্ব অর্থনীতিতে মন্দার শঙ্কার খবর গুরুত্ব পেয়েছে সংবাদপত্রগুলোতে। এক নজরে দেখে নেওয়া যাক শনিবার কোন সংবাদপত্র কোন খবরকে প্রধান শিরোনাম করেছে।

বাংলাদেশ প্রতিদিন

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার পাল্টাপাল্টি শুল্ক আরোপ যুদ্ধে রূপ নিয়েছে— এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে বাংলাদেশ প্রতিদিন। ‘সমমনাদের আসন ছাড়বে বিএনপি’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যতে জোটবদ্ধ জাতীয় সংসদ নির্বাচন করবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে সমমনা রাজনৈতিক দলগুলোকে আসন ছাড় দেবে। কমপক্ষে ৮০ থেকে ১০০টি আসন ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা চলছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে যারা জাতীয় নির্বাচনে আসন ছাড়ের সহযোগিতা চাইবে তাদেরই এই ছাড় দেওয়া হবে।

এর মধ্যে তরুণ ছাত্রনেতাদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিএনপির সঙ্গে কৌশলগত ঐক্য করতে চাইলে তাদেরও এই আসন ছাড় দেবে বিএনপি। এ নিয়ে দলের সর্বোচ্চ পর্যায়ে কাজ শুরু হয়েছে। সারা দেশে জাতীয় সংসদের ৩০০ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরি করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রগুলো এসব তথ্য নিশ্চিত করেছে।

প্রথম আলো

অতিরিক্ত আইজিপিসহ গুরুত্বপূর্ণ আরও অনেক পদ ফাঁকা রেখেই চলছে পুলিশ, যার প্রভাব পড়ছে কাজে– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে প্রথম আলো। ‘পুলিশের গুরুত্বপূর্ণ অনেক পদ ফাঁকা, প্রভাব পড়ছে কাজেও’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শকের (অতিরিক্ত আইজিপি) পদ রয়েছে ২২টি। এখন আছেন ৯ জন। বাকি পদগুলো চলছে চলতি দায়িত্বে। ২২ পদের বাইরে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপির আরও ৭টি পদ আছে। সেগুলোতেও কাউকে পদোন্নতি দেওয়া হয়নি।

অতিরিক্ত আইজিপিসহ গুরুত্বপূর্ণ আরও অনেক পদ ফাঁকা রেখেই চলছে পুলিশ। আবার পদে থেকেও বিভিন্ন ইউনিটে সংযুক্ত আছেন ডিআইজি (উপমহাপরিদর্শক), অতিরিক্ত ডিআইজি ও এসপি (পুলিশ সুপার) পদমর্যাদার ১১৯ কর্মকর্তা। তাঁদের কার্যত কোনো দায়িত্ব নেই। তাঁদের বেশির ভাগই প্রতিদিন অফিসে গিয়ে হাজিরা দিয়ে বের হয়ে যান।

একই সঙ্গে পুলিশের একজন অতিরিক্ত আইজিপিসহ ৮২ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিদেশে পালিয়েছেন বা আত্মগোপনে আছেন অনেক কর্মকর্তা। যাঁদের অনেকের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচার গুলি, মানুষ হত্যাসহ আওয়ামী লীগ সরকারের সময় নানা বিতর্কিত কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।

এতগুলো গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় এবং অনেক কর্মকর্তা সংযুক্ত, ওএসডি ও আত্মগোপনে থাকায় প্রভাব পড়েছে পুলিশের সামগ্রিক কার্যক্রমেও। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পুলিশের বেশির ভাগ ইউনিটের প্রধান অতিরিক্ত আইজিপি হিসেবে পূর্ণ দায়িত্ব পাননি। অনেক ইউনিটে একজন কর্মকর্তাকে একাধিক পদের দায়িত্ব সামলাতে হচ্ছে।

কালের কণ্ঠ

গত বছর ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর আত্মসমর্পণ করা সুন্দরবন অঞ্চলের জলদস্যুদের প্রায় সবাই আবারও দস্যুতার সঙ্গে জড়িয়ে পড়ছে– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে কালের কণ্ঠ। ‘জলদস্যুর উৎপাতে আবারও অশান্ত’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, সুন্দরবন ও কক্সবাজার এলাকার দেড় শতাধিক জলদস্যু অস্ত্রসহ আত্মসমর্পণের পর নতুন করে আবার দস্যুতায় জড়িয়ে পড়ছে। এদের অনেকে ফের অপহরণ করে মুক্তিপণ আদায় এবং ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি শুরু করেছে। অনুসন্ধানে জানা গেছে, এবার এই জলদস্যুরা সরাসরি নিজের নামে বাহিনী না গড়ে নতুন কাউকে সামনে রেখে তাদের নামে বাহিনী পরিচালনা করছে। আর এদের দিয়েই শুরু করা হয়েছে অপহরণ ও চাঁদাবাজি।

এরই মধ্যে সুন্দরবনে নতুন করে অন্তত ১০টি জলদস্যু বাহিনী গড়ে উঠেছে। তবে কোস্ট গার্ড সদর দপ্তর থেকে জানানো হয়েছে, সুন্দরবনে নতুন করে তারা শুধু আলিফ ও কলিম শরীফ বাহিনীর তথ্য পেয়েছে।

সমকাল

কর্মীদের মধ্যে রেষারেষি, নেতাদের মধ্যে বিরোধ, মূল সংগঠনের সঙ্গে অঙ্গসংগঠনের মতভিন্নতা, স্বার্থের দ্বন্দ্ব, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গত আট মাসে ৫১ নেতাকর্মী নিহত হয়েছে– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে সমকাল। ‘দলীয়কোন্দলে আট মাসে ৫১ নেতাকর্মী নিহত’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, কর্মীদের মধ্যে রেষারেষি, নেতাদের মধ্যে বিরোধ, মূল সংগঠনের সঙ্গে অঙ্গসংগঠনের মতভিন্নতা, স্বার্থের দ্বন্দ্ব, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গত আট মাসে সংর্ঘষে ৫১ নেতাকর্মী নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন চার শতাধিক নেতাকর্মী-সমর্থক।

গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকে চলতি বছরের ৯ এপ্রিল পর্যন্ত অন্তত ৪৮টি সংঘর্ষে এসব হতাহতের ঘটনা ঘটে। বিভন্ন সময় সমকালে প্রকাশিত খবর, সরেজমিন তথ্য সংগ্রহ এবং দলীয় নেতাকর্মীর সঙ্গে কথা বলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। জমিজমার বিরোধসহ ব্যক্তিস্বার্থে ঘটা কয়েকটি ঘটনায় দলীয় একাধিক নেতাকর্মী নিহত হলেও তা এই হিসাবে যুক্ত করা হয়নি। কেবল রাজনৈতিক বিরোধে খুনের ঘটনাগুলো এই প্রতিবেদনে স্থান পেয়েছে।

ইত্তেফাক

সামরিক ও অর্থনৈতিক উভয় দিক দিয়েই পরাশক্তি হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে শুল্কযুদ্ধ অব্যাহত থাকায় তা পুরো বিশ্বকেই প্রভাবিত করছে— এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে ইত্তেফাক। ‘বাড়তি শুল্ক স্থগিত করার পরও বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কা’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন, গাজা এবং ইয়েমেন যুদ্ধের মধ্যে নতুন এক অর্থনৈতিক যুদ্ধের মুখোমুখি বিশ্ব। সামরিক যুদ্ধ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে। কিন্তু অর্থনীতি নিয়েই শুরু হয়েছে বড় যুদ্ধ। কোনো বিশেষজ্ঞ এই যুদ্ধকে অর্থনীতিতে পরমাণু যুদ্ধ বলেও উল্লেখ করেছেন।

কেবল পণ্য নয়, ওষুধের ওপরও শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে এর ভয়াবহতা নিয়েও শঙ্কা বাড়ছে। বিশেষ করে সামরিক ও অর্থনৈতিক উভয় দিক দিয়েই পরাশক্তি হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে শুল্কযুদ্ধ অব্যাহত থাকায় তা পুরো বিশ্বকেই প্রভাবিত করছে। ওয়াশিংটনের পালটা ১৪৫ শতাংশ শুল্ক আরোপের প্রতিশোধ হিসেবে চীন মার্কিন পণ্যে ১২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে। চীন এই যুদ্ধকে ভয় পায় না বলেও হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প চীনকে মোকাবিলায় গোপন অস্ত্র ব্যবহারেরও হুমকি দিয়েছিলেন।

যুগান্তর

মহান মুক্তিযুদ্ধের ৯ মাসে ভারত তাজউদ্দীন আহমদকে দিয়ে বাংলাদেশের সঙ্গে জনস্বার্থবিরোধী সাতটি চুক্তি করিয়ে নিয়েছিল— এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে যুগান্তর।সেই সাত গোপন চুক্তিশিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, মহান মুক্তিযুদ্ধের ৯ মাসে ভারত তাজউদ্দীন আহমদকে দিয়ে বাংলাদেশের সঙ্গে জনস্বার্থবিরোধী সাতটি চুক্তি করিয়ে নিয়েছিল। দেশ বিক্রির ওই সাতটি চুক্তি বলবৎ থাকার পরও ১৯৭২ সালে শেখ মুজিবুর রহমান ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ঢাকায় নিয়ে আসেন, এমনকি ভারতের সঙ্গে ২৫ বছর মেয়াদি আরও একটি চুক্তি করা হয়।

রাজনৈতিক বিশ্লেষকরা তখন বলেছিলেন, ভারত চিরস্থায়ীভাবে বাংলাদেশকে তার দাসত্বে রাখার জন্য এসব চুক্তি করে। তাজউদ্দীনের মাধ্যমে করা ভারতের সেই ৭ গোপন চুক্তির বিষয়গুলো ১৯৭২ সালের ২২ সেপ্টেম্বর মওলানা আবদুল হামিদ খান ভাসানীর হক-কথা পত্রিকায় প্রকাশিত হয়। এর জেরে মওলানা ভাসানীকে গ্রেফতারের উদ্যোগ নেওয়া হয়। এমনকি তাকে হত্যার ষড়যন্ত্রও করা হয়। শেষ পর্যন্ত পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়। গ্রেফতার করা হয় হক-কথার সম্পাদক সৈয়দ ইরফানুল বারীকে। গুঁড়িয়ে দেওয়া হয় হক কথার ছাপাখানা। যা নিয়ে তখন কেউ প্রতিবাদ করার সাহস পায়নি।

বণিক বার্তা

দেশের স্থলভাগে তেল-গ্যাস অনুসন্ধানে পেট্রোবাংলার প্রস্তুতির খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে বণিক বার্তা।  ‘স্থলভাগে তেল-গ্যাস অনুসন্ধানে প্রস্তুতি পেট্রোবাংলার’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের স্থলভাগে তেল-গ্যাস অনুসন্ধানে বিদ্যমান উৎপাদন বণ্টন চুক্তির (পিএসসি) চূড়ান্ত খসড়া হাতে পেয়েছে পেট্রোবাংলা। যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান উড ম্যাকেঞ্জিকে দিয়ে করা এ পিএসসি চূড়ান্ত করে দ্রুত তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বানে যেতে চায় পেট্রোবাংলা। পরামর্শক প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া খসড়ার ওপর এরই মধ্যে জ্বালানি বিভাগ গঠিত বিশেষজ্ঞ কমিটি বেশকিছু সংশোধন ও সুপারিশ দিয়েছে। এ সুপারিশ চূড়ান্ত করে জ্বালানি বিভাগে পাঠাবে পেট্রোবাংলা। আইন মন্ত্রণালয়ের ভেটিং ও প্রয়োজনীয় কার্যক্রম আগামী জুনের মধ্যে শেষ হবে। এরপর চূড়ান্ত দরপত্রে যাবে পেট্রোবাংলা।

অফশোরে (সাগরে) তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশী কোনো কোম্পানির সাড়া না পাওয়ায় গ্যাসের দ্রুত সরবরাহ বৃদ্ধির তাৎক্ষণিক সমাধান হিসেবে স্থলভাগে (অনশোর) গ্যাস অনুসন্ধানের কথা বিবেচনা করা হচ্ছে। বিশেষত দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে এ কার্যক্রম শুরু হবে বলে মনে করছেন পেট্রোবাংলা-সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আজকের পত্রিকা

দেশে বৈদ্যুতিক ট্রেন চালানো যায় কি না, তার জন্য একটি সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প বাস্তবায়নের অগ্রগতির খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে আজকের পত্রিকা। ‘বৈদ্যুতিক ট্রেন চালুর সমীক্ষার শেষ কবে’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়, দেশে বৈদ্যুতিক ট্রেন চালানো যায় কি না, তার জন্য একটি সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে শুরুতে নারায়ণগঞ্জ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত এবং টঙ্গী থেকে জয়দেবপুর অংশে সমীক্ষার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু প্রকল্পের শেষ সময়ে এসে আরও দুটি সেকশনে ১৭ দশমিক ৪ কিলোমিটার রুট সমীক্ষার আওতায় আনা হয়েছে। এতে তৃতীয় দফায় বাড়বে প্রকল্পের মেয়াদ।

রেলওয়ে সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য ৩৩৬ দশমিক ৮৯ কিলোমিটার। আর টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য ১১ দশমিক ২৭ কিলোমিটার। সব মিলিয়ে ৩৪৮ কিমি রেলপথ ইলেকট্রিক ট্র‍্যাকশনের আওতায় আনতে সম্ভাব্যতা সমীক্ষা চলছে। এখন এই অংশের সঙ্গে চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে ফৌজদারহাট পর্যন্ত এবং পুবাইল থেকে ধীরাশ্রম পর্যন্ত অংশে বৈদ্যুতিক ট্র্যাকশন ওভারহেড ক্যাটেনারি ও সাবস্টেশন যুক্ত করা হয়েছে। এই দুই সেকশনে প্রায় ১৭ দশমিক ৪ কিলোমিটার রেলপথ নতুন করে সমীক্ষার আওতায় আনা হয়েছে। এতে সমীক্ষা প্রকল্পের আওতায় সব মিলিয়ে রেলপথের দৈর্ঘ্য দাঁড়িয়েছে ৩৬৫ দশমিক ৪ কিলোমিটার।

নয়া দিগন্ত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ১৫ স্বাস্থ্য সেবাকর্মীকে হত্যার ঘটনায় ১০০টিরও বেশি গুলি ছুড়েছে ইসরাইলি সেনাবাহিনী— এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে নয়া দিগন্ত। ‘গাজায় ১৫ স্বাস্থ্যকর্মী হত্যায় ইসরাইলি সৈন্যদের শতাধিক গুলিবর্ষণ’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ১৫ স্বাস্থ্য সেবাকর্মীকে হত্যার ঘটনায় ১০০টিরও বেশি গুলি ছুড়েছে ইসরাইলি সেনাবাহিনী। এর মধ্যে কিছু গুলি মাত্র ১২ মিটার (৩৯ ফুট) দূর থেকে করা হয়েছে। মুঠোফোনে ধারণ করা এক ভিডিওর ফরেনসিক অডিও বিশ্লেষণে এমনটি দেখা গেছে। অডিও বিশ্লেষণের কাজ করেছেন বিবিসি ভেরিফাইের দুই বিশেষজ্ঞ। বিবিসি ভেরিফাইয়ের যাচাই করা সেই ১৯ মিনিটের ভিডিও পরীক্ষা করে দেখা গেছে, গত ২৩ মার্চ গাজা উপত্যকার রাফার কাছে ওই স্বাস্থ্যকর্মীদের গুলি চালিয়ে হত্যা করে ইসরাইলি সৈন্যরা। ঘটনার আগের মুহূর্তগুলোও দেখানো হয়েছে সেই ভিডিওটিতে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের দাবির মিল পাওয়া গেছে বিশ্লেষণে পাওয়া তথ্যের সাথে। সংস্থাটি এর আগে দাবি করেছিল, ওই সেবাকর্মীদের ‘খুব কাছ থেকে নিশানা করা হয়েছিল।’ তবে ৫ এপ্রিল ইসরাইল সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, আকাশ থেকে তোলা এক ভিডিও ফুটেজে সৈন্যদের ‘দূর থেকে’ গুলি চালানোর দৃশ্য দেখা গেছে। বিবিসি ভেরিফাই ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ বিশ্লেষণের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। আইডিএফের এক মুখপাত্র বলেন, তারা এ হামলার তদন্ত করছেন এবং বারবার দাবি করে বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে ছয়জন হামাসের সাথে যুক্ত ছিল। তবে আইডিএফ এ দাবির পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি।

দেশ রূপান্তর

নির্বাচন কমিশনে নতুন দল নিবন্ধনে অগ্রগতির খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে দেশ রূপান্তর। ‘নিবন্ধনের আবেদনে দোটানায় নতুন দল’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এজন্য কমিশন ৪০ দিন সময় দিলেও গত ৩০ দিনে মাত্র একটি দল নিবন্ধনের আবেদন করেছে। বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। কমিশন অবশ্য বলছে, একাধিক দলের সঙ্গে তাদের কথা হয়েছে; তারা শিগগির আবেদন করবে। রাজনৈতিক নেতারা ও বিশ্লেষকরা মনে করছেন, নিবন্ধনের কঠোর ও জটিল শর্তাবলির কারণে দোটানা তৈরি হয়েছে। কেউ মনে করছেন, নির্বাচনী ব্যবস্থা সংস্কারবিষয়ক কমিশনের সুপারিশ বাস্তবায়িত না হলে অধিকাংশ দল নিবন্ধনে আগ্রহ দেখাবে না।

রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গত ১০ মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। আবেদনের সময় বেঁধে দেওয়া হয় ২০ এপ্রিল পর্যন্ত। এর মধ্যে একটি মাত্র দল আবেদন করেছে।

আরও পড়ুন

সর্বশেষ

ads