ট্রেনে নারীর হাতে চড় খেয়েছিলেন শাহরুখ!

বলিউড বাদশা শাহরুখ খান।
বলিউড বাদশা শাহরুখ খান।

শাহরুখ খান যাকে পুরো ইন্ডাস্ট্রি কিং খান নামেই ডাকেন সেই বলিউড বাদশা কিনা ট্রেনে এক নারীর হাতে চড় খেয়েছিলেন!

বিষয়টি অবাক করার মতো হলেও সবার সামনেই নাকি শাহরুখের গালে সপাটে চড় বসিয়ে দিয়েছিলেন ওই নারী, যা শাহরুখ নিজেই এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন।

বলিউড বাদশা শাহরুখ খান বিভিন্ন সাক্ষাৎকারে নিজেকে ‘বলিউডের শেষ সুপারস্টার’ দাবি করে থাকেন; যে কথা আজও প্রতিটা মুহূর্তে প্রমাণিত। আর সে কথা আরও স্পষ্ট হয়ে যায় তার অনুরাগীদের উন্মদনায়। তার এসব অনুরাগীদের মধ্যে নারীদের সংখ্যা কিন্তু কম নয়।

সেই কিং খান যাকে এক নজর দেখার জন্য তার বাংলোর সামনে অনুরাগীরা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে কাটায় তিনিই নাকি এক নারীর চড় খান তাও আবার ট্রেনে।

শুনে আশ্চর‌্য হলেও ঘটনা কিন্তু সত্যি। ঘটনাটি শহারুখ এক সাক্ষাৎকারে স্বীকার করেন।

কিং খান জানান, তার প্রথম মুম্বাই যাত্রার সময় এ ঘটনা ঘটে। দিল্লি থেকে মুম্বাই যাওয়ার ট্রেনে উঠেছিলেন তিনি। টিকিট কেটে নিজের নির্দিষ্ট আসনওে বসেছিলেন। তবে ট্রেন যখন মুম্বাইতে প্রবেশ করে তখন বেশ কয়েকজন যাত্রী এসে শাহরুখের আসনে বসতে চান। তাদের নম্রভাবে ফিরিয়ে দিলেও বিপত্তি বাঁধে যখন এক নারী সেই আসনে বসতে চান।

শাহরুখ সৌজন্যবশত ওই নারীকে বসতে দিলে তার সঙ্গীও বসার চেষ্টা করেন, তখন তিনি তার বুকিং করা সিটে বসতে দিতে আপত্তি জানান। তখনই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনা। কোনও কিছু বুঝে ওঠার আগেই সেই নারী শাহরুখ খানের গালে সপাটে চড় বসিয়ে দেন।

পরে তাকে বোঝানো হয় যে ট্রেন মুম্বাইয়ে ঢুকলে তা লোকাল ট্রেনে পরিণত হয় এবং কোনও আসনই আর বুকিং করা থাকে না। ফাঁকা থাকলে যে কেউ বসতে পারেন।

পরে এ ঘটনা তিনি নিজেই মজার ছলে শেয়ার করেছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ

ads