সপরিবারে ‘মান্নত’ ছাড়ছেন শাহরুখ

মান্নত থেকে অনুরাগীদের উদ্দেশে বলিউড বাদশা শাহরুখ খান।
মান্নত থেকে অনুরাগীদের উদ্দেশে বলিউড বাদশা শাহরুখ খান।

মুম্বাইয়ের বান্দ্রায় সমুদ্রমুখী বাংলো ‘মান্নত’ আর বলিউড বাদশা শাহরুখ খান যেন সমার্থক হয়ে উঠেছিলেন। হঠাৎ সপরিবারে সেই বাড়িই ছাড়ছেন শাহরুখ।

কী এমন ঘটনা যে ২৫ বছর বসবাস করা মান্নত ছেড়ে অন্য বাড়িতে উঠছেন বলিউড বাদশা। জন্মদিনে বা নানা উৎসবে এই বাংলোর ছাদ থেকে ভক্তদের দেখা দিতেন শাহরুখ। সেই বাড়িটি ছেড়ে কোথায়ই বা যাচ্ছেন তিনি?

প্রিয় অভিনেতার বাড়ি ছাড়ার এ সিদ্ধান্ত শুনে আকাশ থেকে পড়েছেন তার অনুরাগীরা। সবার মনে একটাই প্রশ্ন, হঠাৎ কী এমন হল যার জন্য সপরিবারে নিজের বসতবাড়ি ছেড়ে দিলেন শাহরুখ?

তবে কোনো অশনি সংকেত নেই শাহরুখের ‘মান্নত’ ছাড়ার মধ্যে। বাড়ির মেরামতির কাজ শুরু হবে, যা চলবে টানা দুই বছর ধরে।

আর সে কারণেই বান্দ্রায় সমুদ্রমুখী বাড়ি ছেড়ে মুম্বাইয়ের পালি হিলের একটি বিলাসবহুল আবাসনে উঠবেন শাহরুখ ও তার পরিবার।

শোনা যাচ্ছে, প্রযোজক বসু ভাগনানির কাছ থেকে বিলাসবহুল আবাসনের চারটি ফ্লোর ভাড়া নিয়েছেন শাহরুখ। প্রতি মাসে ২৪ লাখ টাকা হিসাবে বছরে ২.৯০ কোটি টাকা ভাড়া দিতে হবে নতুন বাসার জন্য।

জানা গেছে আগামী তিন বছরের জন্য ওই চারটি তলা ভাড়া নিয়েছেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

ads