‘বিপিএলে সাকিবের খেলতে না পারা আমাদের জন‍্য ব‍্যর্থতা’

অনুশীলনের ফাঁকে খালেদ মাহমুদ ও সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
অনুশীলনের ফাঁকে খালেদ মাহমুদ ও সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

সরাসরি দল পেলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটারের যে দেশে ফেরার অবস্থা নেই। চিটাগং কিংস বলছে, অভিজ্ঞ অলরাউন্ডারের জন‍্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবে তারা। কিন্তু পরিস্থিতি বলছে, সাকিববিহীন হতে যাচ্ছে টুর্নামেন্ট। যেটাকে সবার জন‍্য ব‍্যর্থতা হিসেবে দেখছেন তাকে দীর্ঘ দিন খুব কাছ থেকে দেখা খালেদ মাহমুদ।   

সন্দেহাতীতভাবে বিপিএলের সব সময়ের সেরা ক্রিকেটার সাকিব। সর্বোচ্চ উইকেট তার, সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় আছেন চারে। সর্বোচ্চ চারবার জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। তার অনুপস্থিতিতে নিশ্চিতভাবেই কিছুটা বর্ণ হারাবে এবারের বিপিএল।

টুর্নামেন্ট শুরু হবে আগামী সোমবার। বৃহস্পতিবার মিরপুরের জাতীয় ক্রিকেট অ‍্যাকাডেমিতে অনুশীলন শুরু করেছে দলগুলো। সেখানে নেই সাকিব। গত জুলাইয়ের পর আর দেশে ফিরতে পারেননি তিনি। কিন্তু অগাস্টে শেখ হাসিনা সরকার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কায় তাকে আসতে নিরুৎসাহিত করা হয় বলে খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট। যে ম‍্যাচ দিয়ে এই সংস্করণকে বিদায় জানাতে চেয়েছিলেন তিনি।   

সরকার পতনের পর হত্যাসহ আরও কয়েকটি মামলায় অভিযুক্ত হন সাকিব। মামলা মাথায় নিয়েই অবশ্য অক্টোবরে দেশের মাটিতে খেলতে চেয়েছিলেন সবশেষ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য হওয়া এই বাঁহাতি অলরাউন্ডার।

তাকে নিয়ে উত্তাল হয়ে ওঠে ঢাকা। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। বিরূপ পরিস্থিতিতে বিসিবি থেকে আসতে নিরুৎসাহিত করায় দুবাই থেকেই ফিরে যান সাকিব। এবার বিপিএলেও তার খেলা নিয়ে জেগেছে অনিশ্চয়তা। বর্তমান পরিস্থিতিতে দেশে ফিরে সাকিবের খেলার সম্ভাবনা নেই সেটি ভালোভাবেই বুঝতে পারছেন ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ মাহমুদ।

“সারা দেশে সাকিবিয়ান (সাকিবের সমর্থক) তো অনেক। (দর্শক আগ্রহে) একটু তো প্রভাব ফেলবেই। কোনো সন্দেহ নেই। বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব। বিশ্বের এক নম্বর ক্রিকেটার। সাকিব না থাকা তো আমাদের সবার জন্যই একটা…”

“সাকিব সারা জীবন ক্রিকেট খেলবে না এটা সত্যি কথা। তবে সে যত দিন খেলে যাচ্ছে, এই সময়ে বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না, এটা আমাদের জন্য একটা ব্যর্থতা মনে করি।” 

সাকিবের দেশে ফিরতে না পারার প্রেক্ষাপট ভালোভাবেই বুঝতে পারছেন মাহমুদ। বাঁহাতি অলরাউন্ডারের দীর্ঘ ক্রিকেট ক‍্যারিয়ারের চেয়ে ৭-৮ মাসের রাজনৈতিক ক‍্যারিয়ারকে বড় করে দেখাটা মানতে পারছেন না তিনি।

“হয়তো ক্যারিয়ারের শেষ দিকে এসে রাজনীতি করেছে। তবে সারা বাংলাদেশ ওকে চেনে ক্রিকেটার হিসেবে। ওর উত্থান ক্রিকেটার হিসেবে। রাজনীতি করেছে, কতটা অন্যায় করেছে সেটা আমি বলতে পারব না। তবে ওই ৭-৮ মাস সময়টা ওর এত লম্বা ক্যারিয়ারের সঙ্গে মিলিয়ে ফেললাম এটাই আমার কাছে সবচেয়ে অবাক লাগে।” 

“আমরা যদি একটু বিচক্ষণতার পরিচয় দিতাম… দেশের একটা ক্রিকেটার, দেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট খেলতে পারবে না। ক্রিকেটাররাও সবাই হতাশ আমার মনে হয়। সবাই হয়তো মাইকের সামনে বলতে পারে না। কিন্তু ক্রিকেটাররাও হতাশ। কারণ সব ক্রিকেটারের সঙ্গেই সাকিবের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সবাইকে সব ভাবে সহযোগিতা করে সে। তো খারাপ লাগছে আর কি!”

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে খালেদ মাহমুদের ঢাকা।

আরও পড়ুন