সাকিবকে নিয়ে প্রশ্নে বিরক্ত শান্ত

সাকিবের সঙ্গে শান্ত।
সাকিবের সঙ্গে শান্ত।

সাকিব আল হাসানের প্রসঙ্গ উঠতেই একরকম ‘আত্মসমর্পন’ করেছিলেন ফিল সিমন্স। বাংলাদেশ কোচ বলেছিলেন, এই প্রশ্নের উত্তর তিনি দিতে পারবেন না! একই প্রশ্ন হলো নাজমুল হোসেন শান্তর সংবাদ সম্মেলনেও। বাংলাদেশ অধিনায়ক উত্তর দিলেন বটে তবে একই সঙ্গে বিরক্তিও প্রকাশ করলেন।  

পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় আট দলের চ‍্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে বৃহস্পতিবার ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। এর আগের দিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ‍্যমের মুখোমুখি হন শান্ত।

অন‍্য অনেক প্রসঙ্গের মতো এক পর্যায়ে আসে সাকিবের কথাও। সরকার পতনের পর আর দেশে ফিরতে না পারা অভিজ্ঞ অলরাউন্ডার নেই চ‍্যাম্পিয়ন্স ট্রফির দলে।

ত্রুটিপূর্ণ বোলিং অ‍্যাকশনের জন‍্য আপাতত বোলিং করতে পারবেন না সাকিব। এই টুর্নামেন্টে তিনি খেলতে পারতেন কেবল বিশেষজ্ঞ ব‍্যাটসম‍্যান হিসেবে। তবে রাজনৈতিক পরিচয়ের জন‍্য বেশ চাপে থাকা সাবেক অধিনায়ককে দলে বিবেচনা করেননি নির্বাচকরা।   

দল ঘোষণার পর অনেকে অনেকবারই বলেছেন, সাকিবের অভাব অনুভব করবেন তারা। অধিনায়কের সংবাদ সম্মলেনেও ফের আসায় বিরক্ত হলেন শান্ত।

“সাকিবকে অবশ্যই মিস করব। এই প্রশ্ন কেন করলেন আমি জানি না। সবাই জানি এই উত্তর অনেক খেলোয়াড় দিয়েছে, অবশ্যই সাকিব ভাইকে মিস করব। থাকলে ভালো হতো। অনেকবার উত্তর পেয়েছেন।”

“আমার মনে হয় না এক টুর্নামেন্টে যাওয়ার আগে এই প্রসঙ্গে বলা যৌক্তিক হবে।”

লম্বা সময় ধরে বাংলাদেশের মিডল অর্ডারে গুরু দায়িত্ব পালন করেছেন সাকিব। সঙ্গে মাঝের ওভারে উইকেট নিতেও ছিলেন বড় ভরসা। তার অনুপস্থিতিতে কে সামলাবেন এত বড় দায়িত্ব? এই প্রশ্নে যেন একটু থমকে গেলন শান্ত।

“যে দায়িত্ব পাবে সেই সাকিবের রোল প্লে করবে।”

আরও পড়ুন