বাঙালির সর্বজনীন উৎসব বাংলা নববর্ষ উপলক্ষে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
সোমবার আওয়ামী লীগের ভ্যারিফায়েড পেইজে ওই শুভেচ্ছা বার্তাটি পোস্ট করা হয়, যেখানে তাকে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে।
শুভেচ্ছা বার্তায় অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ ও এর সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা।
তিনি বলেন, “পহেলা বৈশাখ বাঙালির সর্বজনীন উৎসব। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ। ভোরের প্রথম আলো রাঙিয়ে দেয় নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে। নববর্ষই বাঙালি জাতিকে একত্র করে তার স্বাতন্ত্র্য জীবনবোধে, স্বকীয় সংস্কৃতিতে। ধর্ম, বর্ণ, গোত্র সব পরিচয়ের সমষ্টি নিয়ে চিরায়ত সাংস্কৃতিক ঐকতানে আজ সকলকে আহ্বান জানাচ্ছি জীর্ণ আর পুরাতনকে পেছনে ফেলে নতুন বছরে প্রবেশ করতে।”
ওই বার্তায় বাংলাদেশের আদিবাসীদেরকেও পৃথকভাবে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী।
এতে আরও বলা হয়, এ দিনটি বাংলাদেশের সকল নাগরিকের গৌরব ও সমৃদ্ধির উত্তরাধিকার। ধর্ম ও জাতিভেদ থাকা সত্ত্বেও সাংস্কৃতিক জাতিসত্তার স্মারক এই দিনটিকে আড়ম্বরের সঙ্গে উদযাপন করে বাংলাদেশের মানুষেরা। এটাই আমাদের চিরায়ত ঐক্য ও সম্প্রীতির মেলবন্ধন।
তিনি অভিযোগ করে বলেন, পঁচাত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর থেকে বাঙালির সংস্কৃতির মাঝে সুকৌশলে রাজনৈতিক বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। আজ বাংলাদেশে স্বাধীনতাবিরোধীরা অবৈধভাবে ক্ষমতা দখল করে বাঙালির সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়ার তৎপরতা চালাচ্ছে।
“এর আগেও যখনই স্বাধীনতার মূল্যবোধবিরোধী শক্তির প্রতিভূরা রাষ্ট্রক্ষমতায় এসেছিল তখনও তারা বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির উপর আক্রমণ চালিয়েছে। মঙ্গল শোভাযাত্রা বন্ধের তৎপরতাসহ এর নামও পরিবর্তন করা হয়েছিল। কিন্তু বাঙালি জাতি তা মেনে নেয়নি।”
বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির বিরুদ্ধে যারা অপতৎপরতা চলাচ্ছে তাদের জাতির শত্রু, সংস্কৃতির শত্রু, দেশের শত্রু আখ্যায়িত করে শেখ হাসিন বলেন, “দেশের জনগণ তাদের এই পাঁয়তারা সফল হতে দেবে না।”
পহেলা বৈশাখে দেশ ও জাতির মঙ্গলে জনগণের ভেতরে লুকিয়ে থাকা সুপ্ত দেশপ্রেম জাগ্রত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগ সভানেত্রী।
তিনি বলেন, স্বাধীনতাবিরোধী, বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যবিরোধী অপশক্তিকে হটিয়ে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।
এদিকে ভিন্ন এক পোস্টে দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম।