হাসিনার পাসপোর্ট বাতিল করল ইউনূসের সরকার

শেখ হাসিনা।
শেখ হাসিনা।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার।

এর মধ্যে জুলাই হত্যাকাণ্ডের অভিযোগে ৭৫ জন এবং গত ১৫ বছরের গুম-খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। 

তিনি জানান, যাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে, তাদের মধ্যে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন।  

শেখ হাসিনা ছাড়া বাকিদের নাম অবশ্য বলেননি তিনি।

“এখনই সব নাম বলা যাচ্ছে না। এতটুক তথ্যই পাসপোর্ট অফিস থেকে এসেছে। বাকি তথ্য আসলে তা সময়মতো জানানো হবে।”

ভারতকে শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের কথা জানানো হয়েছে কি না- এ প্রশ্নের জবাবে সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল বলেন, “ভারত এরই মধ্যে শেখ হাসিনার জন্য ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করেছে। আমরা তাদের জানিয়েছি। কিন্তু আপনারা জানেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা একটি কূটনৈতিক বিষয়। আমরা সেই কাজ করছি।”

আরও পড়ুন