বাবা-মা হচ্ছেন সিদ্ধার্থ-কিয়ারা

Siddharth-kiara

জল্পনার অবসান ঘটিয়ে নতুন বছরে দুই থেকে তিন হওয়ার সুখবর দিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক জোড়া মোজার ছবি পোস্ট করে অনুরাগীদের সঙ্গে সুখবরটি ভাগ করে নেন এই তারকা দম্পতি।

পোস্টটিতে দেখা যায় সিদ্ধার্থ ও কিয়ারার দুই জোড়া হাতের উপর রাখা সাদা রঙের ছোট্ট একজোড়া মোজা। এভাবেই সন্তান আগমনের ইঙ্গিত দিয়ে তার সঙ্গে লিখেন, “আমাদের জীবনের সেরা উপহার। শীঘ্রই আসছে।”

পোস্টটি ছড়িয়ে পড়তেই তাদের শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করেন সিদ্ধার্থ-কিয়ারা। বিয়ের দুই বছরের মাথায় সন্তান আসার এ সুখবর দিলেন তারা। তবে তাদের ঘোষণার আগেই কিয়ারার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়েছিল। গত বছর বড়দিনের তা আরও জোরালো হয়। বড়দিনে স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নেন কিয়ারা। সেখানেই সাদা-কালো পলকা ডটের পোশাকে নজর কাড়েন অভিনেত্রী।

কিয়ারার ওই পোস্টের মন্তব্যে নেটিজেনদের অনুমান ছিল, নতুন বছর শুরুর আগেই বোধহয় পরিবারে নতুন অতিথি আসার খবর এইভাবেই জানান দিলেন তারকা জুটি।

তখন এই বিষয়ে মুখ না খুললেও এবার বিয়ের মাসেই পরিবারে নতুন সদস্য আসার খবর সবার সঙ্গে ভাগ করে নিলেন সিদ্ধার্থ-কিয়ারা।

আরও পড়ুন