‘একটা চাদর হবে’র জেনস সুমন আর নেই

১৬ বছরের বিরতি ভেঙে ২০২৪ সালে ‘আসমান জমিন’ গান দিয়ে ফিরেছিলেন জেনস সুমন।
১৬ বছরের বিরতি ভেঙে ২০২৪ সালে ‘আসমান জমিন’ গান দিয়ে ফিরেছিলেন জেনস সুমন।

নব্বইয়ের দশকের গোড়ার দিকের আলোচিত সংগীতশিল্পী জেনস সুমন মারা গেছেন।

শুক্রবার দুপুরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে দ্রুত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয় সুমনকে। তবে তাকে ফেরানো যায়নি।

সংগীত পরিচালক ঈশা খান দূরে, কণ্ঠশিল্পী ফাহমিদা নবীসহ অনেকেই একসময়ের এই জনপ্রিয় গায়কের মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন।

জেনস সুমন নামে শ্রোতাদের কাছে পরিচিত হলেও তার মূল নাম ছিল গালিব আহসান মেহেদি।

‘একটা চাদর হবে’—এই একটি গানই তাকে দেশের ঘরে ঘরে পরিচিত করে তোলে। ১৯৯৭ সালে তার প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশের পর একের পর এক শ্রোতাপ্রিয় অ্যালবাম উপহার দেন তিনি ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’সহ আরও অনেক গান।

২০০২ সালে বিটিভির একটি ম্যাগাজিন অনুষ্ঠানে প্রচারের পর সাড়া ফেলে ‘একটা চাদর হবে’ গানটি। রাতারাতি আলোচনায় চলে আসেন গানটির গায়ক জেনস সুমন। তারপর আরও কিছু গান করেছেন। এরপর দীর্ঘ বিরতি।
জেনস সুমনের প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশিত হয় ১৯৯৭ সালে। তারপর একে একে আসে ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’ ইত্যাদি।

২০০৮ সালে প্রকাশিত হয় তাঁর সবশেষ অ্যালবাম ‘মন চলো রূপের নগরে’। এরপর কিছুটা অনিয়মিত হয়ে পড়লেও শ্রোতাদের মনে জায়গা ছিল অটুট।

১৬ বছরের বিরতি ভেঙে ২০২৪ সালে প্রকাশ পায় তাঁর গান ‘আসমান জমিন’। জি-সিরিজের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পায়।

আরও পড়ুন