গাইতে গাইতে মঞ্চেই লুটিয়ে পড়লেন সাবিনা ইয়াসমিন, তবে আশঙ্কামুক্ত

সাবিনা ইয়াসমিন। ফাইল ছবি
সাবিনা ইয়াসমিন। ফাইল ছবি

এক বছর বাদে মঞ্চে উঠলেন, গান গাইতে শুরু করলেন, এক ঘণ্টা গাইলেনও; তার সুরের মূর্চ্ছনায় মোহাবিষ্ট শ্রোতারা হঠাৎ দেখল, লুটিয়ে পড়েছেন সাবিনা ইয়াসমিন।

সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হলো তাকে; তবে উদ্বেগ ছাড়ছিল না তার অগুনতি ভক্তকূলের। তবে শেষে স্বস্তির নিঃশ্বাস ফিরেছে তাদের মনে; চিকিৎসকরা জানিয়েছেন, এই সঙ্গীতশিল্পী এখন আশঙ্কামুক্ত।

শুক্রবার রাতে ঢাকার একটি পাঁচ তারা হোটেলে এইচএসবিসি আয়োজিত ‘আমাদের সাবিনা ইয়াসমিন : আমি আছি থাকব’ অনুষ্ঠানে গান গাইতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে বাংলাদেশের সংবাদমাধ্যমে খবর আসে।

৭০ বছর বয়সী জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর ভার্টিগোর সমস্যা রয়েছে। সেই কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে সঙ্গীতশিল্পী জাহাঙ্গীর সাইদ দৈনিক প্রথম আলোকে জানিয়েছেন।

রাত ৮টার দিকে মঞ্চে অসুস্থ হওয়ার পরপরই তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতোলে নিয়ে যাওয়া হয়। তিনি এখন ভালো আছেন বলে তার মেয়ে ইয়াসমিন ফায়রুজ বাঁধনকে উদ্ধৃত করে জানিয়েছে দ্য ডেইলি স্টার।

জাহাঙ্গীর সাইদ প্রথম আলোকে বলেন, “সাবিনা আপার ভার্টিগো সমস্যা রয়েছে। হঠাৎ গাইতে গাইতে তিনি ভার্টিগো সমস্যায় পড়েন। এরপর মাইক্রোফোন স্ট্যান্ড ধরতে গিয়ে ভারসাম্য রাখতে পারেননি। পড়ে যান। তারপর দ্রুত হাসপাতালে নেওয়া হয়।”

চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়েই সাবিনা ইয়াসমিনকে ছেড়ে দেন। এরপর রাতেই তিনি বাড়িতে ফেরেন।

বাঁধন দ্য ডেইলি স্টারকে বলেন, “এখন ভালো আছেন মা।”

এই আয়োজনে শনিবারও সাবিনা ইয়াসমিনের গাওয়ার কথা ছিল। এখন তার গাওয়া অনিশ্চিত।

জাহাঙ্গীর বলেন, “সাবিনা আপা আমাদের বলেছেন, তিনি গাইবেন। গাইতে তার কোনো সমস্যা হবে না। কিন্তু মিউজিশিয়ান আর আয়োজকরা জানিয়েছেন, কালকের অনুষ্ঠানে গাইবার দরকার নেই আপাতত। আপা এখন বিশ্রাম করুক, এমনটাই সবার চাওয়া।”

আড়াই সপ্তাহ পর আগামী ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে আরেকটি অনুষ্ঠানে গাওয়ার কথা রয়েছে বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি এই সঙ্গীতশিল্পীর।

ক্যান্সারের সঙ্গে লড়াই করে ফেরা সাবিনা ইয়াসমিন এক বছরের বেশি সময় পর শুক্রবারই মঞ্চে ফিরেছিলেন। ২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ায় কয়েকটি স্টেজ শো করেন তিনি। তারপর আর মঞ্চে দেখা যায়নি তাকে।

সাবিনা ইয়াসমিনের জন্ম ১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর। মাত্র ৮ বছর বয়সে ১৯৬২ সালে রবীন ঘোষের সুরে প্রথম ছোটদের গানে কণ্ঠ দেন তিনি। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বাংলাদেশে আধুনিক গানের জগতে কিংবদন্তি হয়ে ওঠেন তিনি।

অসংখ্য সিনেমায় গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন। এর শুরু ১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ সিনেমা দিয়ে। তখন তার বয়স মোটে ১৩ বছর। সত্তর পেরিয়েও গান গেয়ে চলছেন তিনি। গান গেয়ে অন্তত ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

সর্বশেষ ২০২০ সালে কবরী পরিচালিত ‘এই তুমি সেই তুমি’ সিনেমায় গান গেয়েছিলেন সাবিনা। সেই সিনেমায় সুরকার হিসাবেও আত্মপ্রকাশ ঘটে তার।

আরও পড়ুন

সর্বশেষ

ads