ব্যস্ত সড়কে আছড়ে পড়ল বিমান, বাসের সঙ্গে সংঘর্ষ

সাও পাওলোর ব্যস্ত সড়কে বিধ্বস্ত হয় বিমানটি। ছবি : রয়টার্স
সাও পাওলোর ব্যস্ত সড়কে বিধ্বস্ত হয় বিমানটি। ছবি : রয়টার্স

ব্রাজিলের সাও পাওলোর একটি ব্যস্ত সড়কে আছড়ে পড়েছে একটি ছোট বিমান। এরপর সড়কে চলন্ত একটি বাসের সঙ্গে হয়েছে সংঘর্ষ। স্থানীয় সময় শুক্রবার সকালের এই দুর্ঘটনায় বিমানের দুই আরোহী নিহত হয়েছে। বাসের যাত্রীসহ আহত হয়েছে ছয়জন।

দমকল বাহিনীর বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, নিহত দুজন বিমানের পাইলট ও কো-পাইলট। বিমানটি সাও পাওলো থেকে ব্রাজিলের দক্ষিণের শহর পোর্তো আলেগ্রে যাচ্ছিল।

শুক্রবার সকালে সাও পাওলোর মারকুয়েস দে সাও ভিসেন্তে অ্যাভিনিউতে বিমানটি বিধ্বস্ত হয়ে একটি বাসে ধাক্কা দেয়, বলছে দমকল বাহিনী।

সাও পাওলোর গভর্নর টার্সিসিও ডি ফ্রেইতাস এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, “দুর্ভাগ্যবশত আমরা এই মর্মান্তিক বিমান দুর্ঘটনা দিয়ে দিনটি শুরু করলাম।”

তিনি জানান, দমকল বাহিনীর তৎপরতার কারণে কয়েক মিনিটের মধ্যেই আগুন নেভানো সম্ভব হয়েছে এবং বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

দমকল বাহিনী জানিয়েছে, দুর্ঘটনায় বাসের এক নারী যাত্রী এবং এক মোটরসাইকেল চালক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া আরও চারজন সামান্য আহত হয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ

ads