রোববারের পত্রিকা: ‘জোরালো হচ্ছে দ্রুত ভোটের দাবি’

newspaper

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর নানা তৎপরতা, নিজেদের মধ্যে আলোচনা ও মতবিরোধ সংক্রান্ত নানা তথ্য সংবলিত খবর রোববার জায়গা পেয়েছে প্রকাশিত সংবাদপত্রগুলোর প্রথম পাতায়। পাশাপাশি বিভিন্ন দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত শনিবার হেফাজতে ইসলামের মহাবেশের খবরও গুরুত্ব দিয়েছে প্রকাশ করেছে প্রায় প্রতিটি সংবাদপত্র। এর বাইরে দেশে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জোরালো হওয়া, কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই পাকিস্তানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো, মুরগির খাবারের দাম বেশি হওয়ায় পোল্ট্রি শিল্প ছোট খামারিদের লোকসানে পড়া, সিন্ধু নদে ভারত বাঁধ নির্মাণের চেষ্টা করলে তাতে পাকিস্তানের হামলার হুমকিসহ বিভিন্ন খবর গুরুত্ব পেয়েছে সংবাদপত্রগুলোতে। এক নজরে দেখে নেওয়া যাক রোববার কোন সংবাদপত্র কোন খবরকে প্রধান শিরোনাম করেছে বা প্রথম পাতায় গুরুত্বের সঙ্গে ছেপেছে।

কালের কণ্ঠ

গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের ওপর নির্বাচন ঘিরে চাপ বাড়ছে– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে কালের কণ্ঠ। ‘জোরালো হচ্ছে দ্রুত ভোটের দাবি’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কার্যকাল এরই মধ্যে ৯ মাস পূর্ণ হতে চলেছে। রাষ্ট্র সংস্কারের কাজ কতটা এগোল এবং কবে নির্বাচন হচ্ছে, তা এখনো খুব স্পষ্ট নয়। সংস্কার ও নির্বাচনের টাইমফ্রেম নিয়ে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে কখনো নৈকট্য ও কখনো দূরত্বের দোলাচল চলমান। অন্তর্বর্তী সরকারের সঙ্গে দলগুলোর দূরত্ব বাড়ছে বলেও অনেকের ধারণা।

প্রশ্ন উঠেছে, নির্বাচন কি সংস্কারের প্রতিপক্ষ? নির্বাচন চাওয়া কি অপরাধ? সময় যত পার হচ্ছে নির্বাচনের চাপ বৃদ্ধি এবং এসংক্রান্ত বিষয়ে দায়িত্বশীল ব্যক্তিদের কিছু মন্তব্য জনমনে নানা বিষয়ে অনিশ্চয়তা ও আশঙ্কা বাড়াচ্ছে। কেউ বলছেন, নির্বাচন ছাড়া ডিক্রি জারি করে সংস্কার হবে বালুতে গাঁথুনি। শক্ত ভিত্তির ওপর সংস্কার করতে হলে নির্বাচন অপরিহার্য। কারো মন্তব্য, নির্বাচনের জন্য ক্রমবর্ধমান চাপের কারণে অন্তর্বর্তী সরকারের পক্ষে টিকে থাকা সম্ভব নয়।

প্রথম আলো

গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের বিচারে অন্তর্বর্তী সরকার আরও একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছে– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে প্রথম আলো। ‘এবার পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সেনা অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে এবার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। গতকাল শনিবার ‘আবদালি’ নামের স্বল্পপাল্লার এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির সশস্ত্র বাহিনীকে অভিযানের ‘পূর্ণ স্বাধীনতা’ দেওয়ার সিদ্ধান্তের চার দিন পর এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান। যা পেহেলগাম হামলাকে কেন্দ্র করে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। গতকালের ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ভারতের প্রতি পাকিস্তানের বার্তা হিসেবে দেখছেন কোনো কোনো বিশ্লেষক। পেহেলগাম হামলার পাঁচ দিন পর গত ২৭ এপ্রিল ভারতও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল।

এদিকে পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত। পাশাপাশি ডাক ও পার্সেল সেবা বন্ধের ঘোষণাও দিয়েছে দেশটি।

সমকাল

উৎপাদন খরচের চেয়ে কম দামে ডিম বিক্রি করার লোকসানের মুখে পড়ছেন প্রান্তিক খামারিরা– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে সমকাল। ‘পোলট্রি শিল্পে সংকট: লোকসানের সময় দীর্ঘ হচ্ছে ছোট খামারিদের’ শিরোনামে প্রতিবেদনে বলা হয়েছে, টানা চার বছর মার্চ থেকে মে পর্যন্ত ডিমের দাম ভোক্তার কাছে সহনীয় ছিল। কিন্তু প্রান্তিক খামারিদের এই সময়ে উৎপাদন খরচের চেয়ে কম দামে ডিম বিক্রি করতে হয়েছে। এ বছর ঈদুল ফিতরের পর এক মাস পার হলেও ডিমের দাম খুব একটা বাড়েনি। ফলে লোকসানের সময় লম্বা হচ্ছে ছোট ও মাঝারি খামারিদের। একই অবস্থা মুরগির মাংসের ক্ষেত্রেও।

সরকার বলছে, মুরগির খাবারের দাম বেশি হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। আর খামারিরা বলছেন, ডিম সংরক্ষণের সুযোগ থাকলে তাদের লোকসান গুনতে হতো না।

সাইফুল ইসলাম ক্ষুদ্র উদ্যোক্তা। রাজশাহীর পবা উপজেলার কাটাখালীতে তাঁর খামারে প্রতিদিন ডিম উৎপাদন হয় ১০ হাজার। ডিমপ্রতি উৎপাদন খরচ ১০ টাকা ১৯ পয়সা। সরকার ডিমের দাম ১০ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করলেও সাইফুল গেল শীত ও রোজায় বিক্রি করেন সর্বোচ্চ সাড়ে সাত টাকা দরে। খামার পর্যায়ে দাম এখন একই রকম। হিমাগারে ডিম রাখায় নিষেধাজ্ঞা থাকায় ক্ষুদ্র খামারিদের বিপদ আরও বেড়েছে।

ইত্তেফাক

চার দাবিতে শনিবার রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের মহাসমাবেশের খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে ইত্তেফাক। ‘দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি হেফাজতের’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, সংগঠনের নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহার, নারীবিষয়ক সংস্কার কমিশন বিলুপ্ত করা, সংবিধানে প্রস্তাবিত বহুত্ববাদ বাতিল, শাপলা চত্বরে গণহত্যার বিচারসহ চার দাবিতে গতকাল শনিবার রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেছে হেফাজতে ইসলাম।

এই সমাবেশ থেকে সব দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি দিয়ে নেতারা বলেছেন, কুরআন-সুন্নাহর বিরুদ্ধে যায় এমন হঠকারী সিদ্ধান্ত নিবেন না, নিলে অন্তর্বর্তীকালীন সরকারের পরিণতি হবে ভয়াবহ। হেফাজত ড. মুহাম্মদ ইউনুস সরকারকে সহযোগিতা করছে। তবে হেফাজত মাঠে নামলে কোনো উপদেষ্টা থাকতে পারবে না। নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে তিন মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন এবং আগামী ২৩ মে বাদ জুমা চার দফা আদায়ে সারা দেশে বিক্ষোভ মিছিল করবে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠনটি।

মহাসমাবেশ ঘিরে গতকাল ভোর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা হেফাজতে ইসলামের নেতাকর্মীরা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন। সমাবেশে অংশ নিতে আসা নেতাকর্মীদের ভিড়ে ভোর থেকে শাহবাগ ও আশপাশের এলাকা লোকারণ্য হয়ে ওঠে। সকাল ৯টা থেকে সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। মহাসমাবেশে নতুন কর্মসূচি ঘোষণা দেন সংগঠনটির মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। এর আগে ১২ দফা ঘোষণাপত্র পাঠ করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক।

যুগান্তর

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে তিনটি ইস্যুতে মতপার্থক্য রয়ে গেছে– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে যুগান্তর। ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য: তিন ইস্যু ঘিরেই সংকট’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন, সংস্কার এবং গণহত্যা-ফ্যাসিবাদে জড়িতদের বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধ-এ তিন ইস্যুতে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে মতপার্থক্য। যার কারণে তৈরি হচ্ছে নানা সংকট।

মতৈক্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোও ধারাবাহিক বৈঠক করলেও কার্যত ফলাফল একরকম শূন্য। পাশাপাশি সরকারের পক্ষ থেকেও ঐকমত্যে পৌঁছাতে দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত মতপার্থক্য দূর হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।

বাংলাদেশ প্রতিদিন

দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বিএনপি অন্তর্বর্তী সরকারকে অনবরত চাপে রাখার পরিকল্পনা নিলেও এখনই হার্ডলাইনে যেতে চায় না– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে বাংলাদেশ প্রতিদিন। ‘আপাতত হার্ডলাইন নয়’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে অনবরত চাপে রাখতে চায় দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি। সহযোগিতাও অব্যাহত রাখা হবে সরকারের প্রতি। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চায় বিএনপি। বিএনপি নেতারা মনে করছেন, নির্বাচন নিয়ে সরকার ততটা আন্তরিক নয়। তারা নির্বাচনকে তুলনামূলক কম গুরুত্ব দিচ্ছে। এ নিয়ে সরকারের সঙ্গে দেনদরবার ছাড়াও যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা অব্যাহত রেখেছে দলটি। সরকারের ওপর চাপ তৈরির অংশ হিসেবে তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে। এরপর সংবাদ সম্মেলন করে আবারও অবস্থান ব্যাখ্যার পাশাপাশি প্রয়োজনে যুগপৎ কর্মসূচি দেবে তারা।

মানবজমিন

জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক দল গঠনের হিড়িক পড়েছে। নতুন এসব দল কারা এবং কী লক্ষ্য নিয়ে গঠন করছেন তা নিয়ে করা বিশ্লেষণমূলক খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে মানবজমিন। ‘এত নতুন দল লক্ষ্য কী?’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক দল গঠনের হিড়িক পড়েছে। একের পর এক নতুন দলের ঘোষণা দেয়া হচ্ছে। নির্বাচন কমিশনে নিবন্ধন পেতে আবেদন করা হচ্ছে। নতুন এসব দল কারা এবং কী লক্ষ্য নিয়ে গঠন করছেন এ নিয়ে নানা জিজ্ঞাসা আছে জনমনে। তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত নয় মাসের ব্যবধানে দেশে ২৪টি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। অন্যদিকে আগামী নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য এখন পর্যন্ত ৬৫টি রাজনৈতিক দল আবেদন করেছে। যাদের মধ্যে অধিকাংশ রাজনৈতিক দলই নামসর্বস্ব। এমনো দল রয়েছে, যাদের কোনো কার্যকরী কমিটি নেই। সেইসঙ্গে নেই কোনো কেন্দ্রীয় কার্যালয়। বিশ্লেষকরা বলেছেন, নানারকম আর্থসামাজিক লক্ষ্য এবং সমাজে ব্যক্তিগত প্রভাব বাড়াতে এসব দল গঠন করা হচ্ছে। এ ছাড়া বড় দলের সঙ্গে সমঝোতা করে এমপি ও পদ বাগিয়ে নিতেও অনেকে নতুন রাজনৈতিক দল গঠন করবে।

বণিক বার্তা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কারের অংশ হিসেবে গঠিত পরামর্শক কমিটির সুপারিশ আমলে না নিয়েই তৈরি খসড়া অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন পেয়েছে– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে বণিক বার্তা। পরামর্শক কমিটির সুপারিশ আমলে না নিয়েই এনবিআর পৃথকের খসড়া অধ্যাদেশ’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) সংস্কারের অংশ হিসেবে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে পৃথক করার উদ্যোগ নেয় সরকার। তার জন্য গঠিত পরামর্শক কমিটি বেশকিছু সুপারিশও করে। কিন্তু সেগুলো আমলে না নিয়েই তৈরি খসড়া অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন পায়। খসড়াটি অনলাইনে প্রকাশ হলে তা দেখে আয়কর ও শুল্ক ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। এ বিষয়ে কাস্টমস অ্যাসোসিয়েশন গত সপ্তাহে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে তাদের ক্ষোভ ও বাতিলের দাবি জানিয়েছে। ট্যাকসেশন অ্যাসোসিয়েশন গতকাল বিশেষ সাধারণ সভা করেছে। তারাও অনুমোদিত খসড়া অধ্যাদেশ বাতিল চান।

নয়া দিগন্ত

পাকিস্তানে সিন্ধু নদের পানিপ্রবাহ বন্ধ করতে ভারত যদি তার সীমানায় এই নদের ওপর বাঁধ বা এ জাতীয় কোনো স্থাপনা নির্মাণের উদ্যোগ নেয়, সে ক্ষেত্রে তাতে সামরিক হামলা চালানো হবে বলে যে হুমকি পাকিস্তান দিয়েছে সেই খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে নয়া দিগন্ত। ‘সিন্ধু নদে বাঁধ দিলে হামলা চালাবে পাকিস্তান’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে সিন্ধু নদের পানিপ্রবাহ বন্ধ করতে ভারত যদি তার সীমানায় এই নদের ওপর বাঁধ বা এ জাতীয় কোনো স্থাপনা নির্মাণের উদ্যোগ নেয়, সে ক্ষেত্রে সামরিক হামলা চালাবে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ এই সতর্কবার্তা দিয়েছেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের ‘নয়া পাকিস্তান’ টেলিভিশন প্রোগ্রামে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “শুধু বন্দুকের গুলি বা কামানের গোলা ছুড়লেই আগ্রাসন হয় না। বহুভাবে আগ্রাসন চালানো যায়। যেমন সিন্ধু নদের পানিপ্রবাহ বন্ধ করে দেয়া বা পানিপ্রবাহকে ভিন্নপথে চালিত করাও একপ্রকার আগ্রাসন। কারণ এর ফলে ক্ষুধা ও তৃষ্ণার কারণে মৃত্যু হবে লাখ লাখ মানুষের।”

আজকের পত্রিকা

মেডিকেল কলেজ হিসেবে অনুমোদন পাওয়ার শর্ত হিসেবে হাসপাতালে পর্যাপ্ত সংখ্যক শয্যা ও নির্দিষ্ট অনুপাতে রোগী ভর্তির নিয়ম থাকলে বেসরকারি বেসরকারি ইউনাইটেড মেডিকেল কলেজ তা না মেনেই কার্যক্রম চালাচ্ছে– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে আজকের পত্রিকা। ‘ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নেই ১ শতাংশও’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠার পাঁচ বছর পরও বেসরকারি ইউনাইটেড মেডিকেল কলেজ গুরুত্বপূর্ণ একটি শর্ত পূরণ করতে পারেনি। আইনে ৫০ আসনের বিপরীতে ২৫০ শয্যার হাসপাতাল এবং শয্যার বিপরীতে ৭০ শতাংশ রোগী ভর্তি থাকার শর্ত থাকলেও এই মেডিকেল কলেজের হাসপাতাল ২০০ শয্যার এবং রোগী ভর্তির হার ১ শতাংশের কম। এই হাসপাতালও হয়েছে ২০২২ সালে। তবে নিবন্ধন পেয়েছে গত বছরের ডিসেম্বরে। চিকিৎসা শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, হাসপাতালে শয্যা ও শর্ত অনুযায়ী রোগী ভর্তি না থাকলে শিক্ষার্থীরা যথাযথ শিক্ষণ ও প্রশিক্ষণের সুবিধা থেকে বঞ্চিত হন। এ কারণে দেশের বেশির ভাগ বেসরকারি মেডিকেল কলেজ মানসম্মত চিকিৎসক তৈরিতে অবদান রাখতে পারছে না।

দেশ রূপান্তর

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ মাসের শেষে জাপান সফর করতে পারেন– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে দেশ রূপান্তর। ‘জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা: রোহিঙ্গা বিনিয়োগ আঞ্চলিক ইস্যু ঠাঁই পাবে আলোচনায় শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ মাসের শেষে জাপান সফর করতে পারেন। সফরের সময়সূচি ও দিনক্ষণ সরকারিভাবে ঘোষণা করা হয়নি। তবে সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, চলতি মাসের ২৯ তারিখ থেকে তিনি জাপান সফরে যাবেন। এই লক্ষ্যে ঢাকা-টোকিও প্রস্তুতি নিচ্ছে।

ঢাকা ও টোকিওর কূটনৈতিক সূত্রগুলো বলছে, জাপানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও দ্বিপক্ষীয় অংশীদারত্ব সম্পর্ক বিগত ৫০ বছরে ধরেই বাড়ছে। ড. ইউনূসের সফরে এ সম্পর্কে নতুন মাত্রা দেখবে বিশ্ব। জাপানের টোকিওতে আগামী ২৯ ও ৩০ মে নিক্কেই ফোরামের সম্মেলন হবে। ওই সম্মেলনে প্রধান উপদেষ্টাকে বিশেষ বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এরই মধ্যে ড. ইউনূস সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ

ads