তারকা দম্পতি তাহসান-মিথিলাকে নিয়ে ভক্তদের মনোযোগ কম ছিল না। প্রায় এগারো বছর সংসারের বিচ্ছেদ হয়। কষ্ট পেয়েছিলেন অসংখ্য ভক্ত। যদিও বিচ্ছেদের পর পরই আবারও ঘর বেঁধেছিলেন রশীদ মিথিলা। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাহসান?
তাহসান হাঁটলেন বলিউড অভিনতা সালমান খানের ভাই আরবাজ খানের পথেই। কাকতালীয় হলেও মিলে গেল দুই খানের দ্বিতীয় সংসার জীবন। সালমান খানের ভাইয়ের দ্বিতীয় স্ত্রী সুরা খান পেশায় মেকআপ আর্টিস্ট। তাহসানের হুবু স্ত্রী রোজা আহমেদও তা-ই।
১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা। পড়াশোনা নিউইয়র্কে। পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স অর্জন করে পরবর্তী সময়ে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন। সামাজিক মাধ্যমেও বেশ জনপ্রিয় রোজা। তার প্রতিষ্ঠানের এক মিলিয়ন ফলোয়ার দেখা গেছে।
বেশ কয়েক বছর ধরে তাহসানের বিয়ে নিয়ে গুঞ্জন ছিল বাংলাদেশের বিনোদন মহল্লায়। শুক্রবার বিয়ের খবর জানাজানি হয়। সেই সময় তিনি বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, শনিবার সন্ধ্যায় জানাবেন।
দেওয়া কথা রেখেছেন তাহসান। নির্দিষ্ট সময়ে যুগল ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি।
সাদার উপরে গোলাপি আর গেরুয়া সুতোর সূক্ষ্ম কাজ। এমন পোশাকে নিজেদের সাজিয়েছেন রোজা- তাহসান। হবু কনের পরনে শাড়ি। তাহসান শেরওয়ানি। ছবি দিয়ে বিবরণীতে লিখেছেন, “কোনও এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে/আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন/ ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?”
তার মানে তাহসান আবারও নিশ্চিত করছেন রোজার সঙ্গে তিনি ঘর বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসান ও রোজার একাধিক ছবি ভাইরাল হয়। তাতে নেটিজেনরা শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন।
শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকে। এমনও লিখেছেন কেউ কেউ, ‘অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান। তার সেই প্রিয় গান যেন অবশেষে সত্য হয়ে ধরা দিল!’
তাহসান এমন এক সময় ঘর বাঁধছেন যখন প্রথম স্ত্রী মিথিলার সঙ্গে সৃজিতের সংসারে ভাঙনের সুর বাজছে।
২০০৬ সালে গায়ক-অভিনেতা তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা বিয়ে করেছিলেন। ২০১৩ সালে তাদের ঘরে আসেন কন্যা সন্তান আইরা। প্রায় এগারো বছর সংসারের পর ২০১৭ সালে বিচ্ছেদ হয়।
এরপর ২০১৯ সালে ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জীর সাথে নতুন সংসার গড়ে তোলেন মিথিলা। আইরাকে নিয়ে কলকাতায় বসবাস শুরু করেন।
কিন্তু পাঁচ বছর যেতে না যেতেই ভাঙনের সুর। সৃজিতের জন্মদিনেও মিথিলাকে দেখা যায়নি একসাথে। কলকাতা থেকে বাংলাদেশে ফিরেও এসেছেন মিথিলা। কাজ করছেন ব্র্যাক-এ হেড অব আর্লি চাইল্ডউড ডেভেলপমেন্ট প্রোগ্রামে। আইরাও ভর্তি হয়েছে ঢাকার একটি স্কুলে।