পারিশ্রমিক পুরোাপুরি দেওয়ার দাবি জানিয়ে রাখলেন তামিম

DPL (1)

১২ অধিনায়কের উপস্থিতিতে ফটোসেশনে সবার হয়ে কথা বলার সুযোগ কাজে লাগালেন তামিম ইকবাল। সব ক্রিকেটারের পক্ষ থেকে অভিজ্ঞ এই বাঁহাতি ওপেনার বললেন, এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে যেন কোনো গড়িমসি করা না হয়।

লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের মূল টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ। ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতার নতুন আসর শুরু হচ্ছে সোমবার। এর আগে শনিবার বিকালে শের-ই-বাংলা স্টেডিয়ামে ছিল অধিনায়কদের ফটো সেশন।

অধিনায়কদের সঙ্গে মঞ্চে ছিলেন বিসিবি ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) কর্তারা। গত আসরের চ‍্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের অধিনায়ক মোসাদ্দেক হোসেন মঞ্চে বয়ে আনেন সুদৃশ‍্য ট্রফি।

মাইক্রোফোন হাতে একে একে সব অধিনায়কই ছোট্ট করে জানান নিজেদের ভাবনা। সবার আগে বলার সুযোগ পান মোহামেডান অধিনায়ক তামিম।

“ঢাকা প্রিমিয়ার লিগকে আমি মনে করি, বাংলাদেশ ক্রিকেটের মেরুদণ্ড। তবে আমার কাছে জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবার… খেলা ভালো হোক, আম্পায়ারিং ভালো হোক, সব ঠিক আছে… কিন্তু ক্রিকেটারদের পেমেন্ট যেন নিশ্চিত করে সব ক্লাব। প্রতিটি ক্রিকেটার যেন পারিশ্রমিক পায়। এটাই আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

“আমরা সবাই জানি, এখন আমাদের দেশের পরিস্থিতি একটু ভিন্ন আগের চেয়ে। সবদিক থেকেই, বিপিএল বলেন, এই লিগ, ক্রিকেটারদের ভুগতে হয়েছে অনেক। আমি আশা করব, ক্লাবগুলি যে কমিন্টমেন্ট করেছে, ক্রিকেটাররা যেন সেই টাকা পায়। আমার কাছে, এটিই সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। অবশ্যই চাইব খেলাটা ভালো হোক, আম্পায়ারিং নিয়ে যেসব অভিযোগ থাকে, বোর্ড যেন খেয়াল রাখে। তবে আবারও বললাম, তবে আমার কাছে সবকিছুর ওপরে থাকবে, ক্রিকেটাররা যেন পারিশ্রমিক ঠিকমতো পায়।”

বছরের পর বছর ধরেই ঢাকা প্রিমিয়ার লিগের পারিশ্রমিক নিয়ে টানাপোড়েন চলে আসছে। বেশিরভাগ ক্ষেত্রে টাকা দেওয়া হয় অনেক ঘুরিয়ে। আবার এরপরও অনেক ক্রিকেটারই পান না মৌখিক চুক্তির পুরো টাকা।

গত অগাস্টের রাজনৈতিক পালাবদলের পর ক্রিকেটে কমেছে পারিশ্রমিক। যার শুরু বিপিএল দিয়ে। ঢাকা প্রিমিয়ার লিগে কমেছে আরও বেশি। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের বড় অংশের জীবিকার সবচেয়ে বড় উৎস এই লিগ। সেখানে জোর ধাক্কা লেগেছে এবার।

অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন দলবদলের সময় বলেছিলেন, গতবারের তুলনায় এবার ৩০ শতাংশ পারিশ্রমিকও পাচ্ছেন না অনেক ক্রিকেটার।

এতো কমানোর পর যে টাকায় চুক্তি হয়েছে, সেটিও শতভাগ পাওয়া নিয়ে শঙ্কা আছেন বেশিরভাগ ক্রিকেটার। মোসাদ্দেকের সেই শঙ্কাই সামনে আনলেন।

“ক্রিকেটাররা এবার অনেক ত্যাগ স্বীকার করেছে। যে পরিমাণ অর্থ পাওয়ার কথা, সেখান থেকে অনেক ছাড় দেওয়া হয়েছে। যে পরিমাণ টাকা ঠিক করা হয়েছে, অন্তত সেই পরিমাণটুকু যেন সবাই পায়।”

১২ দলের টুর্নামেন্টের ৮৪ ম‍্যাচের সবকটি এবার সরাসরি সম্প্রচারিত হবে। কিছু ম‍্যাচ সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। ইউটিউব ও ডিজিটাল প্ল্যাটফর্মে দেখানো হবে বাকি সব ম্যাচ।

ঢাকা প্রিমিয়ার লিগে এবারই প্রথম থাকবে ‘আম্পায়ার্স কল রিভিউ।’

আরও পড়ুন

সর্বশেষ

ads