চার ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ার মধ্য দিয়ে তাওহিদ হৃদয়ের শাস্তি নিয়ে চলমান নাটকের আপাতত সমাপ্তি হলো। এই মিডল অর্ডার ব্যাটসম্যানের বিরুদ্ধে শাস্তি কার্যকর হয়েছে তাৎক্ষণিকভাবে।
এতে চলতি মৌসুমে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শেষ রাউন্ডে খেলতে পারছেন না হৃদয়, যা মোহামেডানের জন্য বড় ধাক্কা। তামিম ইকবালের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়া এই তরুণ দলের সেরা ব্যাটসম্যানদের একজন।
নানা নাটকীয়তার পথ ধরে হৃদয়ের নিষেধাজ্ঞায় গত কয়েক দিনে দেখা গেছে নতুন নতুন মোড়।
মিরপুরে শনিবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মোহামেডানের রুদ্ধশ্বাস জয়ের ম্যাচে আউট হওয়ার পর ‘আপত্তিকর’ প্রতিক্রিয়া দেখান হৃদয়। তার বিরুদ্ধে আম্পায়ারের সিদ্ধান্তে ভিন্নমত প্রকাশের অভিযোগ আনেন আম্পায়াররা।
২৪ বছর বয়সী এই ব্যাটসম্যান অভিযোগ অস্বীকার করেন এবং শুনানিতে ডাকা হলেও সেখানে আসেননি।
আচরণবিধি ভাঙায় তাকে ১০ হাজার টাকা জরিমানা ও এক ডিমেরিট পয়েন্ট দেওয়ার কথা ওই দিনই নিশ্চিত করেছিলেন বিসিবি পরিচালক ও আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার আহমেদ। বিসিবি রোববার এক বিবৃতিতে বিষয়টি পরিষ্কার করেছে।
আগে থেকেই হৃদয়ের নামের পাশে ছিল ৭ ডিমেরিট পয়েন্ট। এখন মোট ৮ ডিমেরিট পয়েন্ট মানে চার ম্যাচের নিষেধাজ্ঞা, যা এখন থেকেই কার্যকর হবে।
হৃদয়ের নিষেধাজ্ঞা নিয়ে গত কিছু দিনে নাটক কম হয়নি। গত ১২ এপ্রিল প্রিমিয়ার লিগে আবাহনীর বিপক্ষে ম্যাচ চলার সময় আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন তিনি। ম্যাচের পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আম্পায়ারদের নিয়ে মন্তব্য করায় সেই নিষেধাজ্ঞা বাড়িয়ে করা হয় দুই ম্যাচ।
পরে নানা ঘটনাপ্রবাহের পথ ধরে দফায় দফায় শাস্তি বাড়ানো ও কমানো হয়। গত শুক্রবার বিসিবি জানায়, হৃদয়ের দুই ম্যাচের নিষেধাজ্ঞার পুরোনো শাস্তিই বহাল থাকবে, তবে এটির কার্যকারিতা পিছিয়ে যাবে এক বছর।
তবে এবার সেই সিদ্ধান্তও অকার্যকর হয়ে গেল। আগামী মঙ্গলবার লিগের অলিখিত আবাহনী মুখোমুখি হবে মোহামেডান। জয়ী দলের হাতে উঠবে এই আসরের শিরোপা।
এ সম্পর্কিত আরও খবর: