থাইল্যান্ডে যাত্রার ৪৫ দিন আগে ভিসার আবেদন করতে বলল দূতাবাস

thai-embassy

থাইল্যান্ড ভ্রমণে আগ্রহীদের যাত্রার তারিখের অন্তত ৪৫ দিন আগে ভিসার আবেদন জমা দেওয়ার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ রয়্যাল থাই দূতাবাস। থাইল্যান্ডের ভিসার চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দূতাবাস।

বুধবার দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীদের পাসপোর্ট মেয়াদ ও ব্যক্তিগত তথ্য যেমন– নাম, লিঙ্গ ও জন্ম তারিখ আবেদনপত্র জমা দেওয়ার আগে সাবধানে পরীক্ষা করার পরামর্শ দেওয়া হলো। যাদের পাসপোর্টের মেয়াদ ৬ মাসের কম বা যাদের আবেদনপত্রের তথ্য পাসপোর্টের তথ্যের সাথে মিলবে না, তাদের আবেদন বাতিল করা হবে।

নতুন ই-ভিসা আবেদন পদ্ধতি পরীক্ষামূলকভাবে গত ২৫ ফেব্রুয়ারি থেকে চালু হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ মার্চ ২০২৫ থেকে পেমেন্টের জন্য কোনো দৈনিক কোটা রাখা হয়নি।

“দূতাবাস মনে করে, এই পরিবর্তনের ফলে আবেদনকারীরা আরও সহজে তাদের আবেদনপত্র জমা দিতে এবং অনলাইনে পেমেন্ট করতে পারবেন। দূতাবাসের কর্মদিবসে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পেমেন্ট করা যাবে।”

তবে ভিসা প্রক্রিয়াকরণে দূতাবাসের সক্ষমতা এখনও সীমিত জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেমেন্টের পর ই-ভিসা বা অন্যান্য বিজ্ঞপ্তি পেতে দীর্ঘ অপেক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে।

দূতাবাস আরও জানিয়েছে, ই-ভিসা ওয়েবসাইটে অনুরোধ করা হয়নি– এমন নথি বাধ্যতামূলক নয়। তবে ভিসার দ্রুত অনুমোদনের জন্য সহায়ক হতে পারে– এমন অতিরিক্ত নথি যেমন ব্যাংক স্টেটমেন্ট, ট্রেড লাইসেন্স ও আগের থাই ভিসা আপলোড করতে উৎসাহিত করা হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ

ads