মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে ঘোষণায় টালমাটাল হয়ে পড়েছিল গোটা বিশ্বের অর্থনীতি, সেই ঘোষণায় শিথিলতা সাময়িক সময়ের জন্য হলেও ফিরিয়েছে স্বস্তি।
বুধবার এক আকষ্মিক ঘোষণায় চীন বাদে ‘সকল’ দেশের উপর আরোপ করা বর্ধিত শুল্ক স্থগিতের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদেরকে শুল্ক আরোপ সীমিত সময়ের জন্য স্থগিত করার ঘোষণা যখন দেন তখন বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা প্রায়।
যদিও ট্রাম্পের প্রেস ব্রিফিংয়ে অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাননি সাংবাদিকরা। যেমন তিনি স্পষ্ট করেননি এই স্থগিতাদেশ ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে প্রযোজ্য কি না। তিনি বলেননি ম্যাক্সিকো ও কানাডার ক্ষেত্রে শুল্ক আরোপের বিষয়টি-ই কীভাবে কাজ করবে।
তবে যেটিই হোক, পরিবর্তন আনা হয়েছে তার পরিকল্পনায়। বড় দুটি পরিবর্তনের মধ্যে প্রথমটি হলো- চীনের পণ্যের উপর ১২৫ শতাংশ শুল্ক ‘অবিলম্বে কার্যকর’ হবে, এবং দ্বিতীয়ত- উচ্চতর শুল্ক বাস্তবায়নের উপর ৯০ দিনের বিরতি।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, এই বিরতির অর্থ হল চীন ছাড়া সকল দেশের জন্য ‘সর্বজনীন ১০%‘ শুল্ক কার্যকর থাকবে।
মার্কিন প্রেসিডেন্টের ওই ঘোষণার পর হু হু করে বাড়তে থাকে পুঁজিবাজারের বিভিন্ন সূচক। নাসডাক সূচক বেড়েছে ৯%, এসঅ্যান্ডপি ৮%।
ঘুরে দাঁড়াতে শুরু করেছে পুঁজিবাজার। এনভিডিয়ার শেয়ারের দাম বেড়েছে ১৭%, টেসলার ২২%, মেটা ১৪.৯০%, গুগল ১০.২২%, মাইক্রোসফট ১০.৩১%, কিউকিউকিউ ১২.০৩%।
শক্তি ফিরে পেতে শুরু করেছে ডলারও।
ট্রাম্প এড়িয়ে গেলেও ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বিবিসিকে নিশ্চিত করেছেন যে, কানাডা এবং মেক্সিকোর ক্ষেত্রেও অন্য সব দেশের মতোই বর্ধিত শুল্কের স্থগিতাদেশ কার্যকর হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের বিষয়টি অবশ্য স্পষ্ট হওয়া যায়নি।