বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বিমানগুলোর তালিকায় প্রথমেই আসে নাসার তৈরি বিশেষ জেট, যার সর্বোচ্চ গতি ঘণ্টায় ১১,৮৫৪ কিলোমিটার। নাসা মোট তিনটি এমন জেট তৈরি করেছিল, যার মধ্যে দুটি ধ্বংস হয়েছে। ২০০১ সালে পরীক্ষা চালানোর সময় একটি দুর্ঘটনায় পড়ে। এরপর থেকে এই জেট আর দেখা যায়নি।
এর পরেই রয়েছে বিশ্বের দ্বিতীয় দ্রুততম জেট, যা ঘণ্টায় ৪,০৪২ কিলোমিটার বেগে উড়তে পারে। ক্ষেপণাস্ত্রের চেয়েও দ্রুতগতির এই বিমান ১৯৯৯ সালের পর আর আকাশে দেখা যায়নি।
বিশ্বের তৃতীয় দ্রুততম জেট হল মিকোয়ান-গুরেভিচ মিগ-২৫। ১৯৬৪ সালে প্রথম আকাশে ওড়া এই বিমানটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩,৯২০ কিলোমিটার। যদিও এটিকে এখন সেভাবে দেখা যায় না। উন্নত প্রযুক্তি আসার সঙ্গে সঙ্গে এটিকে পুরনো প্রযুক্তির তালিকায় রাখা হয়েছে।
মিগ-২৫ এর নতুন সংস্করণ মিগ-৩১ ফক্সহাউন্ড আরও বেশি উন্নত। এটি অনেক উঁচু আবার অনেক নিচু, এই দুই ধরনের উচ্চতায় উড়তে পারে। তবে রাডারে সহজে এটিকে চিহ্নিত করা যায়। মিগ-৩১-এ রয়েছে আধুনিক অস্ত্র বহনের ক্ষমতা। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩,৪৬৬ কিলোমিটার।
এফ-১৫ ইগল, ম্যাকডনেল ডগলাস কোম্পানির তৈরি আরেকটি অত্যন্ত দক্ষ জেট। এটি ঘণ্টায় সর্বোচ্চ ৩,০৮৭ কিলোমিটার বেগে উড়তে পারে। দূরত্ব কম হলেও এটি যে কোনও সমস্যাকে কাবু করতে পারে। এমনকী আর কাছে আসা যে কোনও প্রতিদ্বন্দ্বী বিমানের সঙ্গে দ্রুত লড়াই করতে পারদর্শী। এর আকর্ষণীয় নকশার জন্য এটি উড়োজাহাজ প্রদর্শনীতেও বিশেষ জনপ্রিয়।