এবার লালন স্মরণোৎসবে ‘কাটছাঁট’, বাউল গান-মেলায় ‘না’

lalon shah

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় বাউল সাধক লালন শাহের আখড়াবাড়িতে লালন স্মরণোৎসবে ‘কাটছাঁট’ করা হয়েছে। আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলা কোনটাই হবে না।

লালন একাডেমির পক্ষ থেকে ১৩ মার্চ সন্ধ্যা ও রাতে বাউল, ভক্ত, ফকিরদের শুধু ‘বাল্যসেবা’ দেওয়া হবে।

এই ‘বাল্যসেবা’কে এক দিনের লালন স্মরণোৎসব হিসেবে বর্ণনা করে তা পালনের সিদ্ধান্ত নিয়েছে কুষ্টিয়ার জেলা প্রশাসন।

বুধবার কুষ্টিয়ার ডিসি কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘লালন স্মরণোৎসব-২০২৫’ এর প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

লালনের জীবদ্দশা থেকে দোলপূর্ণিমাকে ঘিরে প্রতি বছর ছেঁউড়িয়ায় এ উৎসব হয়েছে। লালনের প্রয়াণের পর প্রতিবছর সেখানে লালন স্মরণোৎসব হয়ে আসছে।

সাধারণত প্রতি বছর এই উৎসব তিন দিনের হয়। কখনো কখনো ভক্তদের দাবিতে সময় বাড়ানো হতো।

কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মো. তৌফিকুর রহমান জানান, লালন একাডেমির পক্ষ থেকে ১৩ মার্চ সন্ধ্যা ও রাতে বাউল, ভক্ত, ফকিরদের ‘বাল্যসেবা’ দেওয়া হবে। পরদিন ১৪ মার্চ দুপুরে খেলাফতধারী বাউল ফকিরদের দীর্ঘদিন ধরে চলে আসা রীতি অনুযায়ী একাডেমির পক্ষ থেকে ‘পূর্ণসেবা’ দেওয়া হবে না।

রমজানের কারণে প্রতি বছরের মতো এবছর লালন মেলা হবে না, সেই সঙ্গে কোনো সাংস্কৃতিক আয়োজন থাকছে না বলেও জানান ডিসি।

জেলা প্রশাসক বলেন “ছেঁউড়িয়ায় মাদক সেবন বা বিক্রি করা হলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে হেফাজতে ইসলামের আপত্তির মুখে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বন্ধ হয়ে যায় লালন স্মরণোৎসব। গত ১২ ফেব্রুয়ারি মধুপুর উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় মধুপুর লালন সংঘের আয়োজনে লালন স্মরণোৎসব-২০২৫ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত উৎসবটি আর করা যায়নি।

আরও পড়ুন