৯ কোটি টাকার কানের দুল গিলে ফেলল চোর, ১৫ দিন পর উদ্ধার

চোরের পেট থেকে উদ্ধার হওয়া কানের দুল। ছবি : বিবিসি/অরল্যান্ডো পুলিশ
চোরের পেট থেকে উদ্ধার হওয়া কানের দুল। ছবি : বিবিসি/অরল্যান্ডো পুলিশ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোর টিফানি অ্যান্ড কোং জুয়েলারি দোকান থেকে ৭ লাখ ৬৯ হাজার ৫০০ ডলার মূল্যের (প্রায় ৯ কোটি ৩৪ লাখ টাকা) দুই জোড়া হীরের কানের দুল চুরি করে গিলে ফেলেন এক ব্যক্তি। ১৫ দিন পর তার পেট থেকে সেই দুলগুলো উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, ৩২ বছর বয়সী জেথান গিল্ডার গত ২৬ ফেব্রুয়ারি এনবিএ খেলোয়াড়ের সহকারী পরিচয় দিয়ে অরল্যান্ডোর টিফানি অ্যান্ড কোং দোকানে যান।

ক্রেতা একজন ধনাঢ্য ব্যক্তি- এই বিবেচনায় গিল্ডারকে দোকানের ভিআইপি রুমে নিয়ে তাকে অতি মূল্যবান কিছু গয়না দেখানো হয়। এক পর্যায়ে কর্মীদের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দুই জোড়া কানের দুল নিয়ে পালিয়ে যান গিল্ডার। পালানোর সময় ৫ লাখ ৮৭ হাজার ডলার মূল্যের একটি হীরের আংটি ফেলে যান তিনি।

দুই জোড়া কানের দুলের মূল্য একত্রে প্রায় ৯ কোটি ৩৪ লাখ টাকা। ছবি: বিবিসি/অরল্যান্ডো পুলিশ

পরে পুলিশ তাকে আটক করলে তিনি চুরি করা দুলগুলো গিলে ফেলেন। পুলিশ তাকে অরল্যান্ডোর একটি হাসপাতালে নিয়ে যায় এবং তার ওপর নজর রাখে। এরপর তার মলের সঙ্গে একে বেরিয়ে আসে কানের দুলগুলো। তবে তার জন্য লেগে যায় ১৫ দিন।

সর্বশেষ গত ১২ মার্চ গিল্ডারের পেট থেকে সর্বশেষ কানের দুলটি বেরিয়ে আসে বলে জানায় পুলিশ।

পুলিশের ডিটেকটিভ অ্যারন গস জানান, টিফানি অ্যান্ড কোংয়ের মাস্টার জুয়েলার চুরি হওয়া দুলের সিরিয়াল নম্বর মিলিয়ে সেগুলো আসল বলে নিশ্চিত করেন।

আটকের পর এক্সরেতে গিল্ডারের পাকস্থলীতে কানের দুলগুলোর অস্তিত্ব বোঝা যায়। ছবি: বিবিসি/অরল্যান্ডো পুলিশ

গিল্ডারের বিরুদ্ধে মাস্ক পরে ডাকাতি এবং প্রথম শ্রেণির গ্র্যান্ড থেফটের অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে কলোরাডোতে ৪৮টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

এর আগে ২০২২ সালে টেক্সাসের একটি টিফানি অ্যান্ড কোং দোকানে ডাকাতির অভিযোগও রয়েছে গিল্ডারের বিরুদ্ধে। বর্তমানে অরেঞ্জ কাউন্টি জেলে আটক আছেন গিল্ডার।

আরও পড়ুন