বেলুচিস্তানে ট্রেন ছিনতাই, বিচ্ছিন্নতাবাদীদের হাতে ১৮০ যাত্রী জিম্মি

balochistan train

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একদল সশস্ত্র বিদ্রোহী একটি যাত্রীবাহী ট্রেন থামিয়ে ৫০০ জনেরও বেশি যাত্রীকে জিম্মি করেছে। দীর্ঘদিন ধরে স্বাধীনতার দাবিতে লড়াই করা বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এ ঘটনার দায় স্বীকার করেছে।

জিম্মি হওয়া ট্রেনের যাত্রীদের উদ্ধার করতে গিয়ে এখন পর্যন্ত ১১ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে বিএলএ । এছাড়া আইনশৃঙ্খলাবাহিনীর একটি ড্রোন ভূপাতিত করার দাবি করা হয়েছে।

সেনাদের নিহত হওয়ার ব্যাপারে বেলুচ লিবারেশন আর্মি বলেছে, “১১ সেনা নিহত হয়েছে এবং একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ১৮০ জনের বেশি মানুষকে জিম্মি করা হয়েছে। আমাদের যোদ্ধারা জাফর এক্সপ্রেসের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।”

পাকিস্তান সেনাবাহিনী যদি ড্রোন থেকে হামলা বন্ধ না করা হয় তাহলে এক ঘণ্টার মধ্যে সব জিম্মিকে হত্যা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বেলুচ লিবারেশন আর্মি।

এ ব্যাপারে জঙ্গি গোষ্ঠীটির মুখপাত্র জিয়ান্দ বেলুচ হুমকি দিয়ে বলেছেন, যদি পাকিস্তানের সেনাবাহিনী বা পুলিশ কোনো ধরনের অভিযান চালানোর চেষ্টা করা হয় তাহলে ১০০ জনেরও বেশি জিম্মি সবাইকে হত্যা করা হবে।”

এর আগে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কয়েকশ যাত্রীকে বহন করা একটি ট্রেনে গুলি করে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ শতাধিক ব্যক্তিকে জিম্মি করে দেশটির সশস্ত্র গোষ্ঠী।

মঙ্গলবারের এ হামলায় ট্রেনটির চালক আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির পুলিশ ও রেলওয়ে কর্মকর্তারা।

ওই হামলার সময় চারশর মত যাত্রীকে বহন করা জাফর এক্সপ্রেসে ৯টি বগি ছিল। ট্রেনটি বালুচিস্তানের কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারের দিকে যাচ্ছিল বলে রেলওয়ে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

পরে এক বিবৃতিতে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) এ হামলার দায় স্বীকার করে।

জিম্মিদের মুক্ত করতে নিরাপত্তা বাহিনী অভিযান চালালে পরিণতি ‘মারাত্মক’ হবে বলে হুঁশিয়ারিও দিয়েছে বিএলএ।

নিহতের খবর এবং কাউকে জিম্মি করা হয়েছে কিনা প্রাদেশিক সরকার বা রেলওয়ের কেউ তা নিশ্চিত করেনি।

রয়টার্স-এর খবরে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী জানিয়েছে যে সুড়ঙ্গের কাছে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং পাহাড়ি এলাকায় জঙ্গিদের সাথে তাদের গুলি বিনিময় চলছে।

সরকারের বিবৃতি অনুসারে, সিবি হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পাথুরে এলাকার কারণে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছাতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন।

“রেলওয়ে বিভাগ উদ্ধারকাজ পরিচালনার জন্য ঘটনাস্থলে আরও ট্রেন পাঠিয়েছে,” পাকিস্তান সরকারের বিবৃতিতে বলা হয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নওয়াজ এই হামলার নিন্দা জানিয়েছেন। আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

ads