ট্রাম্পের অভিবাসন নীতি: ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে তৎপর হয়ে ওঠেন। এর অংশ হিসেবে বাংলাদেশি অবৈধ অভিবাসীদেরও ফেরত পাঠাতে শুরু করেছে ট্রাম্প প্রশাসন।

পুলিশের বিশেষ শাখা (এসবি) ও বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্রের বরাত দিয়ে সমকাল জানিয়েছে, ট্রাম্পের নতুন অভিবাসন নীতির আওতায় রোববার পর্যন্ত মোট ৩১ জন বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে। ফিরে আসা এই বাংলাদেশিদের মধ্যে ৩০ জন পুরুষ ও একজন নারী।

সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অভিবাসন-সংক্রান্ত মামলায় হেরে যাওয়ার পরও দেশটিতে অবস্থান করছিলেন এবং বিভিন্ন মামলায় সাজা হয়েছিল– এমন ব্যক্তিদেরই দেশটি থেকে ফেরত পাঠানো হয়েছে।

ওই সূত্র আরও জানায়, ঢাকায় ফেরত পাঠানো ৩১ জনের মধ্যে তিনজনকে বিশেষ নিরাপত্তা দিয়ে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে ফেরত দিয়ে গেছে যুক্তরাষ্ট্রের বিশেষ নিরাপত্তা বিভাগ। অন্যদের পাঠানো হয়েছে সাধারণ যাত্রীর মতো। সর্বশেষ পাঁচজন বাংলাদেশিকে একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকায় পাঠানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের অফিস অব হোমল্যান্ড সিকিউরিটি, ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট– এই তিনটি সরকারি দপ্তর অবৈধ অভিবাসীদের বিষয়টি তদারক করে থাকে। গত ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ৯ দিনের মাথায় ২৯ জানুয়ারি নির্বাহী আদেশে দেশটিতে অবৈধভাবে অবস্থানকারীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।

এর আগে ভারতসহ বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর তথ্য সামনে এলে বাংলাদেশি অভিবাসীদের মাঝেও উদ্বেগ তৈরি হয়। এর ধারাবাহিকতায় এখন পর্যন্ত ৩১ জন বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর তথ্য প্রকাশ পেল।

আরও পড়ুন

সর্বশেষ

ads