দেশের স্বাস্থ্য খাত সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার গঠিত কমিশন সোমবার তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছে। এই প্রতিবেদনে তুলে ধরা সুপারিশগুলোকে গুরুত্ব দিয়ে মঙ্গলবার প্রধান প্রতিবেদন করেছে বেশিরভাগ সংবাদপত্র। পাশাপাশি হয়রানিমূলক মামলা নিয়ে বিতর্ক ও মামলা বাণিজ্যের খবরও গুরুত্ব দিয়ে ছেপেছে কয়েকটি সংবাদপত্র। এর বাইরে স্বাস্থ্য খাত নিয়ে নানা অনিয়মের চিত্র, দেশে বড় ধরনের নাশকতার আশঙ্কা, নিরাপত্তা ও নিরাপদ খাদ্য— বাংলাদেশের দুটোরই ঝুঁকিতে থাকা এবং নির্বাচন ঘিরে বিদেশি, বিশেষ করে পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির খবরসহ বিভিন্ন বিষয়ভিত্তিকখবর গুরুত্ব পেয়েছে সংবাদপত্রগুলোতে। এক নজরে দেখে নেওয়া যাক মঙ্গলবার কোন সংবাদপত্র কোন খবরকে প্রধান শিরোনাম করেছে বা প্রথম পাতায় গুরুত্বের সঙ্গে ছেপেছে।

সমকাল
শতভাগ বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের যে প্রস্তাব স্বাস্থ্য খাত সংস্কার কমিশন করেছে, সেই খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে সমকাল। ‘প্রাথমিক স্বাস্থ্যসেবা শতভাগ বিনামূল্যে’ শিরোনামে প্রতিবেদনে বলা হয়েছে, শতভাগ বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের প্রস্তাব করেছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। একই সঙ্গে সংবিধান সংশোধন করে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।
গতকাল সোমবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এক অনুষ্ঠানে সংস্কার কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে এ প্রতিবেদন হস্তান্তর করা হয়।
কমিশনের সুপারিশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য, তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রথম আলো
স্বাস্থ্যে জিডিপির অন্তত ৫ শতাংশ এবং জাতীয় বাজেটের ১৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করার বিষয়ে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশের খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে প্রথম আলো। ‘জাতীয় বাজেটের ১৫% স্বাস্থ্যে রাখার প্রস্তাব’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্য খাত সংস্কার কমিশন বলেছে, জনমুখী, সহজলভ্য ও সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে হলে স্বাস্থ্যে বিনিয়োগ বাড়াতে হবে। নিম্ন আয়ের মানুষকে বিনা মূল্যে চিকিৎসা দেওয়ার পাশাপাশি সংবিধানে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আইনি অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ করেছে কমিশন।
গতকাল সোমবার সকালে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন তাদের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ এখনো একটি ন্যায্য, মানবিক ও টেকসই স্বাস্থ্যব্যবস্থা গঠনের পথে দৃশ্যমান বাধাগুলোকে কাটিয়ে উঠতে পারেনি। দুর্নীতি, সক্ষমতার ঘাটতি, ব্যবস্থাপনার দুর্বলতা এবং চিকিৎসাশিক্ষার নিম্নমান ভবিষ্যতের জন্য গুরুতর হুমকি হয়ে উঠেছে। দেশের স্বাস্থ্য খাত আজ জটিল বাস্তবতার মুখোমুখি।
স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ খাতে সরকার বছরের পর বছর বরাদ্দ কম দিয়ে চলেছে। বিশেষজ্ঞরা এই খাতে বরাদ্দ বাড়ানোর কথা বলে আসছেন। গত এক দশকের অভিজ্ঞতায় দেখা গেছে, জাতীয় বাজেটের গড়ে ৫ শতাংশ বরাদ্দ রাখা হয় স্বাস্থ্যে। অন্যদিকে জিডিপির অংশ ২ শতাংশ কখনো ছাড়ায়নি। স্বাস্থ্য সংস্কার কমিশন মনে করে, স্বাস্থ্যে জিডিপির অন্তত ৫ শতাংশ এবং জাতীয় বাজেটের ১৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করা প্রয়োজন।

কালের কণ্ঠ
হয়রানিমূলক মামলাকে কেন্দ্র করে কিছু অসাধু পুলিশ কর্মকর্তা, আইনজীবী, কোনো কোনো দলের নেতাকর্মী এবং একটি দালাল সিন্ডিকেট দেশজুড়ে বিপুল মামলা বাণিজ্য শুরু করেছে– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে কালের কণ্ঠ। ‘প্রশ্নবিদ্ধ মামলা নেপথ্যে বাণিজ্য’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) নাক কান গলা বিভাগের চিকিৎসক হাসানুল হক নিপুন। শাহবাগ থানায় দায়ের করা প্রশ্নবিদ্ধ একটি মামলার তিনি আসামি। মুন্সীগঞ্জের ইসমাইল হোসেন মামলাটির বাদী। এজাহারে বাদী কারো নাম উল্লেখ না করে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করেছেন। তবে ওই মামলায় গ্রেপ্তার হয়ে ৫৫ দিন কারাবাস করেন নিরপরাধ এই চিকিৎসক।
চিকিৎসক নিপুনের দাবি, মিথ্যা অভিযোগে তাঁর বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের মামলা করা হয়। পরে কোনো ধরনের তদন্ত ছাড়াই তাঁকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সময় এবং মামলার এজাহারের বর্ণনা সম্পূর্ণ ভুয়া।

ইত্তেফাক
স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদনে স্বাস্থ্যে নানা অনিয়ম ও সীমাবদ্ধতার চিত্র উঠে আসার খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে ইত্তেফাক। ‘অনিয়মের শেষ নেই স্বাস্থ্য খাতে, সহস্রাধিক বেসরকারি প্রতিষ্ঠান চলছে লাইসেন্স ছাড়াই’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, অনিয়মের শেষ নেই স্বাস্থ্য খাতে। স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদনে স্বাস্থ্যে নানা অনিয়ম ও সীমাবদ্ধতার চিত্র উঠে এসেছে। লাইসেন্সবিহীন স্বাস্থ্য প্রতিষ্ঠান, অত্যাবশ্যকীয় ওষুধের স্বল্পতা, স্বাস্থ্যসেবা প্রদানকারী ও রোগীর নিরাপত্তার অভাব, বাজেটে স্বাস্থ্য খাতে অপ্রতুল বরাদ্দ, চিকিৎসা পরিকাঠামোর স্বল্পতাসহ বিভিন্ন ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনার উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে। সেই সঙ্গে প্রতিবেদনে স্বাস্থ্য খাতকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্তি, ওষুধ কোম্পানি কর্তৃক চিকিৎসকদের উপহার প্রদান বন্ধ, অত্যাবশ্যকীয় ওষুধের প্রাপ্যতা
বাড়ানো, চিকিৎসকদের নিয়ে ‘হেলথ সার্ভিস’ করে আলাদা বেতন কাঠামো, স্বাধীন ও স্থায়ী ‘বাংলাদেশ স্বাস্থ্য কমিশন’ মেডিক্যাল পুলিশ পঠন, বাজেটের ১৫ শতাংশ স্বাস্থ্যখাতে বরাদ্দ, স্বাস্থ্যসেবা প্রদানকারী ও রোগীর নিরাপত্তা আইন প্রণয়ন, জাতীয় নারী স্বাস্থ্য ইনস্টিটিউট প্রতিষ্ঠা, দেশব্যাপী জরুরি চিকিৎসা পরিকাঠামো প্রতিষ্ঠাসহ এক গুচ্ছ সুপারিশ করা হয়েছে

যুগান্তর
যে কোনো সময় বড় ধরনের নাশকতা ঘটিয়ে পরিস্থিতি ঘোলাটে করার আশঙ্কার খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে যুগান্তর। ‘বড় নাশকতার আশঙ্কা’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের গডফাদাররা দেশের ভেতর-বাইরে বেশ সক্রিয়। চালাচ্ছেন নানা অপতৎপরতা। হোয়াটসঅ্যাপ গ্রুপসহ বিভিন্ন মাধ্যমে নেতাকর্মীদের দিচ্ছেন বিভিন্ন দিকনির্দেশনা। শুধু তাই নয়, পার্শ্ববর্তী একটি দেশে বসে নিয়মিতভাবে গোপন বৈঠকও করছেন তারা।
এমনকি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও নেতাকর্মীদের সঙ্গে টেলিফোনে কথা বলছেন। উদ্দেশ্য-দেশকে অস্থিতিশীল করে বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করা। পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় প্রক্রিয়ার স্বাভাবিক গতি ব্যাহত করা। এক্ষেত্রে যে কোনো সময় বড় ধরনের নাশকতা ঘটিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে পারে-এমন আশঙ্কা সংশ্লিষ্টদের।

বাংলাদেশ প্রতিদিন
জুলাই-আগস্টের রোমহর্ষক ঘটনায় দায়ের হওয়া মামলাগুলো বিতর্কিত হয়ে পড়ছে– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে বাংলাদেশ প্রতিদিন। ‘বাড়ছেই বিতর্কের মামলা’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, নিরপরাধ ব্যক্তিদের জড়িয়ে মামলার সংখ্যা বেড়েই চলেছে। বিতর্কিত হয়ে পড়ছে জুলাই-আগস্টের রোমহর্ষক ঘটনায় দায়ের হওয়া মামলাগুলো। বাদীরা এজাহারে উল্লিখিত অধিকাংশ মানুষকেই চেনেন না। এসব ঘটনার লাগাম টানতে না পারায় প্রশ্ন উঠছে নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর ভূমিকা নিয়েও। সংশ্লিষ্টরা বলছেন, একটি মামলায় শত শত ব্যক্তিকে আসামি করা হচ্ছে। প্রকৃত অপরাধীর সঙ্গে কৌশলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে নিরীহ-নিরপরাধ ব্যক্তিদের নামও। এই মামলা ঘিরে গড়ে উঠেছে ভয়ংকর চাঁদাবাজ চক্র। এ কারণে দুর্বল হয়ে পড়ছে মামলার মেরিট। এ সুযোগ কাজে লাগাতে পারে পলাতক শেখ হাসিনাসহ মামলায় থাকা ভয়ংকর অপরাধীরা। বানোয়াট-ধান্দাবাজির এসব মামলার বাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের।

বণিক বার্তা
খাদ্যনিরাপত্তাহীনতা একটি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা; আর বাংলাদেশ নিরাপত্তা ও নিরাপদ খাদ্য—দুটোরই ঝুঁকিতে রয়েছে– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে বণিক বার্তা। ‘নিরাপত্তা ও নিরাপদ খাদ্য দুটোরই ঝুঁকিতে বাংলাদেশ’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্যনিরাপত্তাহীনতা একটি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা। আর বাংলাদেশ নিরাপত্তা ও নিরাপদ খাদ্য—দুটোরই ঝুঁকিতে রয়েছে। ক্রমবর্ধমান জনসংখ্যার অনুপাতে বাড়ছে না খাদ্যশস্যের উৎপাদন। প্রতিনিয়তই কমছে কৃষিজমি। নকল ও নিম্নমানের বীজে সয়লাব বাজার। হাড়ভাঙা পরিশ্রম করে জমিতে এসব বীজ বপনের পর কাঙ্ক্ষিত ফলন পাছেন না কৃষক। খরচ বৃদ্ধি ও অতিরিক্ত রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে উৎপাদন হচ্ছে না নিরাপদ ফসল। হুমকিতে পড়ছে দেশের খাদ্য ও স্বাস্থ্যনিরাপত্তা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের গ্র্যান্ড বলরুমে গতকাল বণিক বার্তা আয়োজিত কৃষি, খাদ্যনিরাপত্তা ও প্রাণ-প্রকৃতি সম্মেলনের আলোচনায় অংশ নিয়ে এ বিষয়গুলো সামনে আনেন অংশীজনরা।

নয়া দিগন্ত
স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশনের জমা দেয়া প্রতিবেদনে দেশে উন্নত হাসপাতাল গড়ে রোগীদের বিদেশনির্ভরতা কমানোর সুপারিশ করা হয়েছে— এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে নয়া দিগন্ত। ‘বিদেশনির্ভরতা কমানোর সুপারিশ’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশনের জমা দেয়া রিপোর্টে দেশে উন্নত হাসপাতাল গড়ে রোগীদের বিদেশনির্ভরতা কমানোর সুপারিশ করা হয়েছে। ক্যান্সার, অঙ্গ প্রতিস্থাপন সার্জারি, হৃদরোগ, জটিল কিডনি রোগ, বন্ধ্যত্ব ব্যবস্থাপনা এবং জটিল রোগ নির্ণয়ের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন চিকিৎসা হাসপাতাল প্রতিষ্ঠার ওপর জোর দেয়ারও সুপারিশ করা হয়। গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে কমিশন প্রতিবেদন জমা দেয়। রিপোর্টটি হাতে পেয়ে প্রধান উপদেষ্টা স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশনের যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য সেগুলো বাস্তবায়নের নির্দেশ দেন। তিনি সংস্কার কমিশনের রিপোর্ট বাংলাদেশের স্বাস্থ্যক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেন।

আজকের পত্রিকা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কোনো ধরনের চাপ দেবে না– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে আজকের পত্রিকা। ‘নির্বাচন নিয়ে চাপ দেবে না ইইউ: রাষ্ট্রদূত’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়, সাধারণ নির্বাচনের সময় নির্ধারণে কোনো ধরনের চাপ দেবে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার গতকাল সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে এ কথা জানান।
জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রদূত মিলার বলেন, ‘নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, তা বাংলাদেশের জনগণ এবং সংবিধান অনুযায়ী নির্ধারিত বিষয়। আমরা কারও ওপর কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের চাপ দেব না।’

দেশ রূপান্তর
সংবিধান সংশোধন করে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে ‘মৌলিক অধিকার’ হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে দেশ রূপান্তর। ‘প্রাথমিক স্বাস্থ্যসেবা ‘মৌলিক অধিকার’ ঘোষণার সুপারিশ’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের স্বাস্থ্য খাতে দীর্ঘদিন থেকে যেসব সমস্যা রয়েছে, তা নিরসনে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য, তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। গতকাল সোমবার স্বাস্থ্য খাত সংস্কার কমিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন পেশ করার পর সরকারপ্রধান এই নির্দেশ দেন।
কমিশনপ্রধান জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে এই কমিশনের সদস্যরা তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন। কমিশন সংবিধান সংশোধন করে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে ‘মৌলিক অধিকার’ হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে। ‘স্বাস্থ্য সবার অধিকার’ শীর্ষক এই প্রতিবেদনে দেশের স্বাস্থ্য খাতে অনিয়ম ও অব্যবস্থাপনাও তুলে ধরা হয়েছে।