তামিম ইকবাল নিবিড় পর্যবেক্ষণে, হার্টে দুটি ব্লক

tamim iqbal

বাংলাদেশের ক্রিকেটে অন্যতম সেরা ওপেনার তামিম ইকবালের হার্টে দুটি ব্লক পাওয়া গেছে। হার্টে রিংও পরানো হয়েছে, এই মুহূর্তে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেডানের হয়ে মাঠে নামেন তামিম। বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে টস করার পরই তিনি অস্বস্তি বোধ করতে শুরু করেন। ড্রেসিংরুমে ফিরে বুকে ব্যথার কথা জানান সতীর্থদের। এরপর পরিস্থিতির দ্রুত অবনতি ঘটতে থাকে।

বুকে তীব্র ব্যথা অনুভব করায় তাকে বিকেএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়।

অবস্থার আরও অবনতি হলে সিদ্ধান্ত হয় এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার। কিন্তু হেলিকপ্টারে ওঠানোর আগেই তিনি আবার অসুস্থ হয়ে পড়েন, ফলে স্থানীয় কেপিজে হাসপাতালে নেওয়া হয়।

বিসিবির শীর্ষ কর্মকর্তা মাহবুব আনাম জানান তার বুকে ব্যথা শুরু হওয়ার পর দ্রুত হেলিকপ্টার ডাকা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে অবস্থার আরও অবনতি হওয়ায় স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।”

চিকিৎসকদের তত্ত্বাবধানে তামিমের এনজিওপ্লাস্টি ও অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা চলছে। রিংও পরানো হয়েছে, এই মুহূর্তে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

বিসিবি ও তার পরিবার থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না এলেও জানা গেছে, তার অবস্থা কিছুটা উন্নতির দিকে।

এরই মধ্যে তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা, বড় ভাই ও সাবেক ক্রিকেটার নাফীস ইকবালসহ পরিবারের অন্য সদস্যরা হাসপাতালে গেছেন।

এ দিকে তামিমের অসুস্থতার খবরে বিসিবির আজকের বোর্ডসভা স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন