ফিনল্যান্ডে এক বছরের ব্যবধানে বেকার চাকরিপ্রার্থীর সংখ্যা বেড়েছে ২৮ হাজারের বেশি; সেই সঙ্গে কমছে কর্মসংস্থান। বেকারত্বের হার দাঁড়িয়েছে ৯ শতাংশে।
সোমবার অর্থনৈতিক বিষয় ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এতে বলা হয়, নভেম্বর মাসের শেষে দেশটিতে বেকার চাকরিপ্রার্থীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯২ হাজার ৪০০ জন। এক বছর আগের একই সময়ের তুলনায় যা ২৮ হাজার ১০০ জনের বেশি।
আর অক্টোবরের তুলনায় এক মাসের ব্যবধানে বেকার চাকরিপ্রার্থীর সংখ্যা বেড়েছে সাত হাজার ৩০০।
এই চাকরিপ্রার্থীদের মধ্যে রয়েছে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন অফিসের গ্রাহক এবং কর্মসংস্থানে স্থানীয় সরকারি পাইলট প্রকল্প এবং সম্পূর্ণভাবে সম্পূর্ণরূপে কাজ হারিয়েছে এমন লোকজন।
অন্যদিকে দেশটিতে নভেম্বর শেষে সর্বমোট চাকরি হারানো কর্মীদের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ৩০০ জন, যা আগের বছরের তুলনায় ২ হাজার জন বেশি।
অক্টোবরের তুলনায় এ সংখ্যা বেড়েছে ২ হাজার ৯০০।
শূন্যপদের ঘোষণাও কমছে দিনকে দিন। নভেম্বরে ২২ হাজার ৮০০টি পদের বিপরীতে চাকরির বিজ্ঞাপন এলেও তা গেল বছরের একই সময়ের তুলনায় বেশ কম।
পরিসংখ্যান ফিনল্যান্ডের তথ্য অনুযায়ী, বেকারত্বের হার দাঁড়িয়েছে ৯ শতাংশে, যা আগের বছরের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ পয়েন্ট বেশি।