ভিনির শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের কলম্বিয়া জয়

ম্যাচের অন্তিম মুহূর্তে গোল করে দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র।
ম্যাচের অন্তিম মুহূর্তে গোল করে দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র।

বিশ্বকাপ বাছাইপর্বে শুক্রবার কলম্বিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের শেষ মুহূর্তে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত এক গোলে দারুণ এক জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল।

২-১ গোলের ব্যবধানের এই জয়ে বাছাইপর্বের ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে আর্জেন্টিনা।

এবারের বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের অভিজ্ঞতা মোটেও ভালো নয়। বিশ্বকাপে অংশ নিতে কখনও ব্যর্থ না হওয়া দলটিকে ঘিরে এবার সে শঙ্কাও তৈরি হয়েছে। এমন চাপ নিয়েই বৃহস্পতিবার নিজেদের মাঠে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ম্যাচের ষষ্ঠ মিনিটে প্রতিপক্ষের বক্সে ভিনিসিয়ুস জুনিয়ার ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ব্রাজিল। আর পাওয়া সুযোগ দারুণভাবে কাজে লাগিয়ে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন রাফিনহা।

বিরতির আগে ম্যাচের ৪১তম মিনিটে লুইস দিয়াজের ক্রস শটে পাওয়া গোলে সমতায় ফেরে কলম্বিয়া।

এরপর দ্বিতীয়ার্ধে দুই দলই চেষ্টা চালিয়ে গেলেও গোলের দেখা মেলেনি। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে কোনো দল আর গোল করতে না পারায় ম্যাচটি যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখন ম্যাচের অতিরিক্ত সময়ের একেবারে অন্তিম মুহূর্তে দুর্দান্ত এক গোল করে ব্রাজিলকে জয় এনে দেন ভিনিসিয়ুস।

বক্সের বাইরে বামপ্রান্ত থেকে ভিনিসিয়ুসের নেওয়া জোরালো শট জেফারসন লারমার গায়ে লেগে কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাসকে পরাস্ত করে। এতে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে সেলেসাওরা।

এই ম্যাচ ড্র হলে পয়েন্ট তালিকায় ষষ্ঠ অবস্থানে নেমে যেত ব্রাজিল। পয়েন্ট তালিকার শীর্ষ ছয়টি দল আগামী বছর কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোয় অনুষ্ঠেয় বিশ্বকাপে সরাসরি খেলার জায়গা পাবে।

বাছাইপর্বে নিজেদের পরের ম্যাচে আগামী ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। কলম্বিয়ার বিপক্ষে পাওয়া গুরুত্বপূর্ণ জয় আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিলের অনেকটাই চাপমুক্ত রাখবে।

আগামী বুধবার ব্রাজিলের বিপক্ষে এই ম্যাচে খেলবেন না আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। অন্যদিকে চোটের কারণে দলে নেই ব্রাজিলের সেরা তারকা নেইমারও।

আরও পড়ুন