কিছু সাধারণ কৌশল জানা থাকলে খুব সহজেই ভ্রমণের খরচ অর্ধেকে নামিয়ে আনা যায়; বিশেষকরে ফ্লাইটের টিকিটের দাম।
যেমন ধরুন, দিন নির্বাচন, কত সময় আগে টিকিট কেনা উচিত, কিংবা কোথায় কোথায় অফার মূল্যে টিকিট মেলে– এমন সব বিষয়।
১. মঙ্গলবার ও বুধবারের টিকিট
সাধারণত সপ্তাহের মঙ্গল ও বুধবারের টিকিটের দাম অন্যান্য দিনের চেয়ে একটু সস্তা থাকে। এর পেছনে দুটি কারণ রয়েছে। প্রথমত, বেশিরভাগ এয়ারলাইন্স মঙ্গলবার সন্ধ্যা ৭টার পর তাদের টিকিটের মূল্য আপডেট করে। আবার পৃথিবীর বেশিরভাগ দেশেই শনি ও রোববার সাপ্তাহিক ছুটি। তাই ছুটির দিনের সর্বোচ্চ ব্যবহারের জন্য শুক্র, শনি অথবা রোব বারের টিকিটই বেশি খোঁজেন। আর এজন্য সপ্তাহের মাঝামাঝি সময়টিতে টিকিটের দাম তুলনামূলক কম হয়।
২. আগে থেকে বুকড করা
ভ্রমণের তারিখের অন্তত ২১ দিন আগে টিকিট কেনা উচিত। এয়ারলাইনস সাধারণত প্রথম কয়েকজন যাত্রীকে সবচেয়ে সস্তায় টিকিট দেয়। তবে খুব আগে বুক করলে দাম বেশিও পড়ে যেতে পারে।
৩. সেরা অফার খুঁজুন
আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে ১১-১২ সপ্তাহ আগে টিকিটের সেরা অফার পাওয়া যায়। এই সময়ে নিয়মিত টিকিটের দামের উপর নজর রাখুন। তবে তার আগে অবশ্যই ব্রাউজার মুড পরিবর্তন করে ‘ইনকগনিটো’ ব্যবহার করুন।
৪. বিমানবন্দর বাছাই
বড় এয়ারপোর্টের পরিবর্তে কাছাকাছি ছোট এয়ারপোর্টে নামার চেষ্টা করুন। যেমন লন্ডনে যাওয়ার ক্ষেত্রে হিথ্রোর পরিবর্তে ম্যানচেস্টার বিমানবন্দরে নামলে খরচ খানিকটা কম পড়ার সম্ভাবনা থাকে।
৫. ব্রাউজারের ‘কুকিজ’
ফ্লাইট টিকিট খোঁজার সময় আপনার ব্রাউজারের ‘কুকিজ’ পরিষ্কার করে ফেলুন। কারণ, না হলে এয়ারলাইন্সের বুকিং সিস্টেম আগের অনুসন্ধান মনে রেখে দাম বাড়িয়ে দিতে পারে।
সস্তায় টিকিট খুঁজতে যে সাইটগুলো দেখতে পারেন: