ভারতের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খানের উপর হামলায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র পুলিশ, যাকে বাংলাদেশি বলে সন্দেহ করা হচ্ছে।
এনডিটিভি জানিয়েছে, মুম্বাই পুলিশ থানে এলাকা থেকে মুহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ (৩০) নামে ওই যুবককে গ্রেপ্তার করেছে।
মুম্বাই পুলিশের ডিসিপি দীক্ষিত গেদম সাংবাদিকদের বলেন, “প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই ব্যক্তি বাংলাদেশের নাগরিক হতেও পারেন। কারণ তার কাছে ভারতীয় নাগরিকত্বের প্রমাণস্বরূপ কোনও নথি পাওয়া যায়নি। আর তার কাছে এমন কিছু পাওয়া গেছে, যাতে মনে হচ্ছে তিনি বাংলাদেশি।”
পুলিশ জানিয়েছে, থানে এলাকায় শরীফুলকে ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়। ঝোঁপ-জঙ্গলের মধ্যে জড়ো করা শুকনো ঘাসের মধ্যে শুয়ে ছিলেন তিনি। তার কাছ থেকে কাস্তে জাতীয় ধারাল অস্ত্র এবং একটি তোয়ালে পাওয়া গেছে।
দীক্ষিত জানান, ১৬ জানুয়ারি রাত ২টো নাগাদ সাইফ আলি খানের বাড়িতে হামলা হয়। ওই ঘটনায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে তারা তদন্ত শুরু করেছেন।
ইতোমধ্যে মুহম্মদ শরিফুল ইসলাম শাহজাদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডাকাতির উদ্দেশে সাইফের বাড়িতে দুর্বৃত্তরা ঢুকেছিল বলে প্রাথমিকভাবে পুলিশের ধারণা।
গ্রেপ্তার শাহজাদকে জিজ্ঞাসাবাদে হেফাজতে নেওয়ার আবেদন করা হবে বলে জানান দীক্ষিত।
গত বুধবার গভীর রাতে বলিউড তারকা সাইফের বাড়িতে ঢুকে পড়েন এক ব্যক্তি। তাকে উপর্যুপরি ছয়টি ছুরিকাঘাত করা হয়।