নির্বাচনে ডনাল্ড ট্রাম্পের জয়ের পর থেকেই ধাঁই ধাঁই করে বাড়ছিল ক্রিপটোকারেন্সি বিটকয়েনের দাম। এবার এর দামে নতুন রেকর্ড তৈরি হলো।
বিবিসি জানিয়েছে, সোমবার এশিয়ায় বিটকয়েনের দাম উঠে এক লাখ ৬ হাজার ডলারে।
অবশ্য কিছুক্ষণের মধ্যেই পড়তে থাকে দাম। সর্বশেষ এই প্রতিবেদন প্রকাশের সময় ক্যাপিটাল ডটকমে দাম ছিল ১ লাখ সাড়ে তিন হাজার ডলার।
ট্রাম্পের বিজয়ের পর থেকে বিটকয়েনের দাম ৫০ শতাংশ বেড়েছে।
বাইডনের চেয়ে ট্রাম্পের নতুন প্রশাসন ক্রিপটোকারেন্সিবান্ধব হবে বলে আশা করা হচ্ছে। ট্রাম্পও সেই ইঙ্গিত দিয়েছেন।
গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচিত এই রিপাবলিকান জানিয়েছেন, তেলের মজুদের মতো ডিজিটাল মুদ্রারও বড় ধরনের মজুদ গড়ে তোলার বিষয়টি তার বিবেচনায় রয়েছে।
ক্রিপ্টোকারেন্সি লেনদেনের প্ল্যাটফর্ম এক্সএম ডট কমের বিশ্লেষক পিটার ম্যাকগুয়্যার বিবিসিকে বলেছেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর থেকে বিটকয়েনের দাম প্যারাবোলিকভাবে বেড়েছে। বিনিয়োগকারীদের মধ্যে সুযোগ হারানোর ভয় এই গতিকে আরও বাড়িয়েছে।
তিনি বলেন, “অনেক বিনিয়োগকারী ধারণা, বছরের শেষ নাগাদ বিটকয়েনের দাম ১ লাখ ২০ হাজার ডলারে পৌঁছাবে পারে এবং ২০২৫ সালের মাঝামাঝি ১ লাখ ৫০ হাজার ডলারের ওপরে চলে যেতে পারে।”
নির্বাচনে জেতার পর থেকেই ট্রাম্প আর্থিক খাতে নজর দিতে শুরু করেন। এরই ধারাবাহিকতায় চলতি মাসেই তিনি সিলিকন ভ্যালির উদ্যোক্তা ডেভিড স্যাকসকে তার আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) এবং ক্রিপটোকারেন্সি ‘জার’ হিসেবে মনোনীত করেন।
স্যাকস পেপালের সাবেক নির্বাহী এবং ট্রাম্পের উপদেষ্টা ও বড় দাতা ইলন মাস্কের ঘনিষ্ট বন্ধু হিসেবে পরিচিত।
ক্রিপটোকারেন্সির সমর্থক ওয়াশিংটনের অ্যাটর্নি পল অ্যাটকিনসকে ওয়াল স্ট্রিটের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিট অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) প্রধান হিসেবে মনোনীত করবেন বলেও জানিয়েছেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের এসব উদ্যোগেই পরিষ্কার হচ্ছে, তার মেয়াদে ক্রিপটোকারেন্সিতে বিনিয়োগকারীরা ভালো সময় কাটাবেন।
বিবিসি ও ক্যাপিটাল ডটকম অবলম্বনে