আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র আন্দোলনকারীদের প্রতিনিধি হিসাবে হঠাৎ উপদেষ্টা বনে যাওয়া নাহিদের স্থলাভিষিক্ত হলেন মাহফুজ আলম, যাকে ওই আন্দোলনের ‘মেটিকুলাস ডিজাইনের’ মাস্টারমাইন্ড হিসাবে পরিচয় করিয়ে দিয়েছিলেন মুহাম্মদ ইউনূস।
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের দেওয়া প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
মাদ্রাসায় পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে স্নাতক সম্পন্ন করেছেন মাহফুজ আলম।
প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পুনর্বণ্টন করেছেন। তাতে দেখা গেছে, উপদেষ্টা মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
মাহফুজ গত বছরের ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নিলেও এতদিন কোনো দপ্তরের দায়িত্ব দেওয়া হয়নি তাকে।
এর আগে অন্তর্বর্তী সরকার গঠনের ২০ দিনের মাথায় ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে মাহফুজকে নিয়োগ দেওয়া হয়েছিল।
গণঅভ্যুত্থান পরবর্তী ছাত্র, নাগরিক ও অন্তর্বর্তী সরকারের মধ্যে যোগাযোগ রক্ষায় তিনি লিয়াজোঁ কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন।