থাইল্যান্ড গেলেন ইউনূস, মোদীর সঙ্গে বৈঠক হবে?

Yunus went to Thailand

বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডের রাজধানী ব্যাংক গেছেন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে প্রধান উপদেষ্টার বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের ফাকে আগামীকাল শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।

দুই প্রতিবেশী দেশের নেতাদের মধ্যে বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন ঢাকা ও দিল্লির কর্মকর্তারা। গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার আন্দোলনে রাজনৈতিক পটপরিবর্তনের পর এটাই হবে ইউনূস–মোদীর প্রথম সাক্ষাৎ।

ব্যাংকক থেকে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বলেন, “বিমসটেক সম্মেলনের ফাঁকে অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক যে হতে চলেছে, সে বিষয়ে আমরা নিশ্চিতভাবে আশাবাদী।”

জসীম উদ্দিন বলেন, “শুক্রবার দ্বিপক্ষীয় আলোচনার আগে বৃহস্পতিবার বিমসটেক নেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে দুই শীর্ষ নেতার দেখা হওয়ার কথা।”

বাংলাদেশের পক্ষ থেকে নরেন্দ্র মোদীর বৈঠকের কথা বলা হলেও, ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছুই জানানো হয়নি।

৪ এপ্রিল এ সম্মেলনের শেষের দিন বিমসটেকের পরবর্তী চেয়ারম্যানের পদ থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর হাত থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের হাতে অর্পিত হবে। প্রধান উপদেষ্টা ৪ এপ্রিল ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

আরও পড়ুন

সর্বশেষ

ads