রোহিঙ্গাদের নিয়ে যাত্রা শুরু করা একটি নৌকা থাইল্যান্ড-মালয়েশিয়ার জলসীমায় ডুবে যাওয়ার পর এ পর্যন্ত ১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুই দেশের কর্তৃপক্ষের ধারণা, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
নৌকাটিতে অন্তত ৭০ জন যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
ডুবে যাওয়ার পর সাগর থেকে ১৩ জনকে জীবিত উদ্ধারের খবর জানিয়েছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ। উদ্ধার করা ১১টি মৃতদেহের মধ্যে চারটি উদ্ধার করেছে থাইল্যান্ড, বাকি সাতটি উদ্ধার করেছেন মালয়েশিয়ার উদ্ধারকর্মীরা।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, থাই-মালয়েশিয়া সীমান্তে ২৩০ জন যাত্রী নিয়ে আরেকটি নৌকা গেলেও সেই নৌকার বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি৷



