ফের হামলার আশঙ্কা, জম্মু-কাশ্মীরের ৪৮টি পর্যটনকেন্দ্র বন্ধ করল ভারত

Pahalgam Terror Attack

ভারতের পেহেলগামে হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে জম্মু-কাশ্মীরের ৮৭টি পর্যটনকেন্দ্রের মধ্যে ৪৮টি বন্ধ করে দিল রাজ্য সরকার। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সতর্কতাবার্তার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

গোয়েন্দা সংস্থা জানিয়েছে, পেহেলগামে থেমে থাকবে না জঙ্গিরা। সীমান্ত এলাকায় সংঘর্ষ বিরতি চুক্তি ভেঙে টানা পাঁচদিন ধরে গোলাগুলি চালিয়ে যাচ্ছে পাকিস্তানী বাহিনী। গোলাবর্ষণের আড়ালেই জঙ্গি অনুপ্রবেশ ঘটতে পারে।

গোয়েন্দা সূত্র উল্লেখ করে ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, আইএসআইয়ের ছক অনুযায়ী পাক জঙ্গিরা স্থানীয় জঙ্গিদের সাহায্য নিয়ে নিরাপত্তা রক্ষী, অ-কাশ্মীরি, পুলিশ ও কাশ্মীরি পণ্ডিতদের টার্গেট করতে পারে। তাই পেহেলগামের মতো ঘটনার মতো হত্যাকাণ্ড যাতে জঙ্গিরা না চালাতে পারে, সেজন্য অধিকাংশ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পর্যটনকেন্দ্র আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কাশ্মীরে এখন ভরা পর্যটন মৌসুম। যদিও পেহেলগামের ঘটনার পর পর্যটকরা কাশ্মীর ছেড়েছেন। ২২ এপ্রিলের পর বর্তমানে জম্মু-কাশ্মীর প্রায় পর্যটকশূন্য।

গোয়েন্দা রিপোর্টে আরও জানানো হয়েছে, কাশ্মীরের রেলওয়ে পরিকাঠামোতেও হামলা চালিয়ে যোগাযোগ ব্যবস্থা নষ্ট করার ছক কষেছে আইএসআই। এই মুহূর্তে রেলওয়ে নির্মাণকাজের জন্য কয়েক শো অ-কাশ্মীরি সেখানে রয়েছেন। ভারতের পক্ষে জঙ্গি হামলা ঠেকাতে একটি বাহিনী গড়ে তোলা হয়েছে। জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ থেকে প্রাথমিকভাবে লোক নিয়োগ করে গুলমার্গ, সোনমার্গ ও ডাল লেকের কাছে তাদের মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

ads