ভারতে মন্দিরে পদপিষ্ট হয়ে ৭ জনের মৃত্যু

india-0

ভারতের গোয়ার লাইরাই দেবীর মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। আহত তিরিশেরও বেশি।

শুক্রবার অনেক রাতে শিরগাঁওয়ে মন্দিরের বার্ষিক শোভাযাত্রা ‘শ্রী লাইরাই যাত্রা’য় অংশ নেন হাজার হাজার মানুষ। তখনই ঘটে যায় দুর্ঘটনা।

আহতদের গোয়া মেডিক্যাল কলেজ ও উত্তর গোয়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে প্রতি বছর বার্ষিক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এখানে পুণ্যার্থীরা খালি পায়ে জ্বলন্ত অঙ্গারের মধ্যে দিয়ে হেঁটে যান। শতাব্দীপ্রাচীন এই যাত্রায় যোগ দেয়ার জন্য প্রতি বছর দূরদূরান্ত থেকে মানুষ ভিড় করেন।

শুক্রবার রাত থেকে হাজার হাজার মানুষের জমায়েত হয়েছিল সেখানে। তবে কী কারণে সেখানে হুড়োহুড়ি সৃষ্টি হয়, তা এখনও স্পষ্ট নয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ভিড়ের মধ্যে মানুষের একাংশ নিয়ন্ত্রণ হারান। সেখান থেকে অন্যদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এবং মন্দিরের স্বেচ্ছাসেবকেরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত উত্তর গোয়া জেলা হাসপাতালে আহতদের দেখতে যান। পরে এক্স হ্যান্ডলে তিনি জানান, গোটা পরিস্থিতি তিনি ব্যক্তিগত ভাবে পর্যবেক্ষণে রেখেছেন।

পাশাপাশি প্রমোদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তার কথা হয়েছে। তিনি এই কঠিন সময়ে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন।

তিনি আরও লেখেন, “আজ লাইরাই যাত্রার সময় পদপিষ্ট হওয়ার মর্মান্তিক দুর্ঘটনায় গভীর ভাবে শোকাহত। আমি হাসপাতালে গিয়ে আহতদের দেখে এসেছি এবং তাদের সবরকম সহায়তার আশ্বাস দিয়েছি। ব্যক্তিগত ভাবে পুরো পরিস্থিতি আমি পর্যবেক্ষণে রেখেছি যাতে সম্ভাব্য সব রকম পদক্ষেপ করা যায়। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি গোটা পরিস্থিতির বিস্তারিত বিবরণ জানতে চেয়েছে। সেই সঙ্গেই এই কঠিন সময়ে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন।”

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, পদদলিত হওয়ার কারণ এখনও জানা যায়নি। কর্তৃপক্ষ পরিস্থিতি মূল্যায়ন করছে।

প্রশাসনের তরফে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রায় এক হাজার পুলিশ সদস্যও মোতায়েন করা হয়েছিল। ভিড়ের গতিবিধির উপর নজরদারির জন্য ড্রোনও রাখা হয়েছিল।

আরও পড়ুন