ক্ষমতা গ্রহণের তিন মাসেই ট্রাম্পবিরোধী বিক্ষোভ

usa-trump

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার তিন মাসে আবারও ট্রাম্পবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। তার সাম্প্রতিক নানা বিতর্কিত পদক্ষেপের প্রতিবাদে বড় শহরগুলোতে রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ।

শনিবার রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক এবং শিকাগোসহ বড় বড় শহরগুলোতে চলা বিক্ষোভের মূল আয়োজক গোষ্ঠীর নাম ‘৫০৫০১’। এর অর্থ- ৫০ বিক্ষোভ, ৫০ অঙ্গরাজ্য, ১ আন্দোলন।

আমেরিকার বিপ্লবী যুদ্ধ শুরুর ২৫০ তম বার্ষিকীর সাথে মিল রেখে এই বিক্ষোভের আয়োজন করা হয়।

হোয়াইট হাউজের বাইরে এবং বিভিন্ন শহরের কেন্দ্রস্থলে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসেন। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি, সরকারি চাকরি থেকে ছাঁটাই, গাজা ও ইউক্রেন নীতির বিরোধীরা বিক্ষোভে অংশ নিয়েছেন।

এর আগে চলতি মাসের শুরুর দিকেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ। সরকারকে ঢেলে সাজানো এবং প্রেসিডেন্টের কর্তৃত্ব সম্প্রসারণের জন্য দ্রুত পদক্ষেপ শুরুর পর ওই বিক্ষোভ শুরু হয়।

গত ২০ জানুয়ারি দ্বিতীয় বারের মতো প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণ করেই একের পর এক নির্বাহী আদেশ এবং অন্যান্য পদক্ষেপ গ্রহণের কারণে নিজের দেশ এবং দেশের বাইরেও সমালোচনার শিকার হচ্ছেন ট্রাম্প। এর মধ্যে নতুন করে যুক্ত হয়েছে বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ।

২০১৭ সালে ট্রাম্প যখন প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন সে সময়ও তার বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিল।

আরও পড়ুন