ভারত-পাকিস্তান-নিউ জিল‍্যান্ডের গ্রুপে বাংলাদেশ

অপেক্ষার চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা।
অপেক্ষার চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা।

দীর্ঘ অপেক্ষার পর চ‍্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপিং ও সূচি প্রকাশ করেছে আইসিসি। হাইব্রিড মডেলের এই টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। সেখানে তাদের সঙ্গী ভারত, নিউ জিল‍্যান্ড ও স্বাগতিক পাকিস্তান। 

‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া ও ইংল‍্যান্ডের সঙ্গী দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।

আইসিসি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ১৯ নভেম্বর নিউ জিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে মাঠের লড়াই। হাইব্রিড মডেলের এই টুর্নামেন্টে পরদিন দুবাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

প্রতিবেশী পাকিস্তানে কোনো ম‍্যাচ খেলতে রাজি নয় ভারত। তাই তাদের সব ম‍্যাচই হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।  

পাকিস্তানে খেলা হবে তিন ভেন্যুতে রাওয়ালপিন্ডি, লাহোর ও করাচিতে। ৮ দলের ৫০ ওভারের এই টুর্নামেন্টর ফাইনাল হবে ৯ মার্চ।

একটি সেমি-ফাইনাল হবে দুবাইয়ে। অন‍্য সেমি-ফাইনাল ও ফাইনাল হবে লাহোরে। তবে ভারত ফাইনালে উঠলে সেই ম‍্যাচ চলে যাবে দুবাইয়ে। টুর্নামেন্টের সব ম্যাচ হবে দিবারাত্রির।

দুটি সেমি-ফাইনাল ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।

নিউ জিল‍্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খেলবে ২৪ ফেব্রুয়ারি, রাওয়ালপিন্ডিতে। এর তিন দিন পর একই মাঠে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম‍্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে তারা। 

ভারত-পাকিস্তানের মহারণ আগামী ২৩ ফেব্রুয়ারি। এর আগের দিন ক্রিকেটের সবচেয়ে প্রাচীন দ্বৈরথে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল‍্যান্ড।

আগামী ৪ মার্চ হবে প্রথম সেমি-ফাইনাল। পরদিন মাঠে গড়াবে দ্বিতীয়টি।

আরও পড়ুন