নতুন চেহারায় বাংলাদেশ দল, সময় চাইলেন বাটলার

Bangladesh Women Football

অভিজ্ঞ ও পরীক্ষিত কয়েকজন ফুটবলার ছাড়াই সংযুক্ত আরব আমিরাত সফরের চ‍্যালেঞ্জ নিচ্ছেন জেমস পিটার বাটলার। তার বিরুদ্ধে অভিযোগ এনে বিদ্রোহ করা ১৮ খেলোয়াড়কে বাদ দিয়ে আসন্ন দুটি ম‍্যাচের দল সাজিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ।

নতুন ও তরুণদের নিয়ে ২৩ জনের দল ঘোষণা করেছেন বাটলার। এদের সামর্থ‍্য নিয়ে কোনো সন্দেহ নেই ইংলিশ কোচের মনে। তবে আন্তর্জাতিক অঙ্গনে সাফল‍্য পেতে তাদের জন‍্য কিছুটা সময় চেয়ে নিলেন তিনি।

“তালিকায় যে ২৩ জন খেলোয়াড় আছে, তাদের কয়েকজনের কিছু অভিজ্ঞতা আছে। বলতে পারেন, আমি স্রেফ তরুণ একটা দল পেয়েছি এবং আপনাদেরকে বলতে চাই, আপনারা ধৈর্য্য ধরবেন এবং তাদেরকে সময় দেবেন।”

“এই নতুনরা ভুল করবে, শুরুর সময়ে সবাই ভুল করে এবং এভাবেই আমরা শিখি। আমরা আসলে দুটি দলের মধ্যে সমন্বয় করতে চাইছি। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, এই খেলোয়াড়রা সঠিক মানসিকতা ও বিনম্রতার সাথে কঠোর পরিশ্রম করবে এবং যখন বাংলাদেশের জার্সি পরবে, তখন দুর্দান্ত পারফরম্যান্স করবে।”

২০২৪ সাফ জয়ী দলের সাত জনকে দলে রেখেছেন বাটলার। অনূর্ধ্ব-২০ দল থেকে সুযোগ পেয়েছেন ছয় জন। সম্পূর্ণ নতুন মুখ ১০ জন।

অভিজ্ঞতার প্রবল ঘাটতি আছে দলে। বাংলাদেশের দুটি সাফে সেরা গোলরক্ষকের পুরস্কার জেতা রুপনা চাকমা থাকছেন না পোস্টের নিচে। রক্ষণে নেই শিউলি আজিম, নিলুফার ইয়াসমিন নীলার মতো আস্থার প্রতীকেরা। মাঝমাঠ নিয়ন্ত্রণের জন‍্য নেই মনিকা চাকমা, আক্রমণগুলো ঠিকানায় পৌঁছে দিতে নেই সাবিনা খাতুনের উপস্থিতি।

সাফে শিরোপা ধরে রাখা দলটির ইয়ারজান বেগম, মিলি আক্তার, কোহাতি কিসকু, আফঈদা খন্দকার, স্বপ্না রানী, আইরিন খাতুন ও শাহেদা আক্তার রিপা টিকে গেছেন। তবে তাদের সবার সেই টুর্নামেন্টে ম‍্যাচ খেলার অভিজ্ঞতা নেই।

দলে ডাক পাওয়া সুরমা খাতুন, আকলিমা খাতুন, সুরভী আকন্দ প্রীতি, জয়নব বেগম, অর্পিতা বিশ্বাস, হালিমা আক্তার- অনূর্ধ্ব-২০ দলের সদস‍্য।  

২৩ জনের দলে ৩ গোলরক্ষকের সঙ্গে আছেন ৭ ডিফেন্ডার। ৯ মিডফিল্ডারের সঙ্গে আছেন ৪ ফরোয়ার্ড।

আগামী বুধবার ও ২ মার্চ আমিরাতের বিপক্ষে ম‍্যাচ দুটি খেলবে বাংলাদেশ। আগামী সোমবার দেশ ছাড়বে তারা।  

বাংলাদেশ দল: ইয়ারজান বেগম, মিলি আক্তার, মেঘলা রানী রায়, কোহাতি কিসকু, জয়নব বিবি রিতা, আফঈদা খন্দকার, সুরমা জান্নাত, হালিমা আক্তার, স্বপ্না রানী, আইরিন খাতুন, আকলিমা খাতুন, শাহেদা আক্তার রিপা, অয়ন্ত বেলা মেহাতো, ঔশি খাতুন, তনিমা বিশ্বাস, মুনকি আক্তার, বন্যা খাতুন, সুলতানা, কানোম আক্তার, অপির্তা বিশ্বাস অর্পিতা, সুরভী আকন্দ প্রীতি, মরিয়ম বিনতে হান্না ও নবিরন খাতুন।

আরও পড়ুন