পুলিশ ক্যাডারে প্রথম স্থান অধিকারীসহ ৬ জনকে অপসারণ

BPA- Home of Police

৪০তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম হওয়া কাজী ফাইজুল করীমসহ ছয় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে অপসারণ করা হয়েছে। এদের মধ্যে অর্ধেকই সনাতন ধর্মালম্বী।

অপসারিত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন কাজী ফাইজুল করীম, আশরাফউজ্জামান, মানস কির্ত্তনীয়া, শাম্ভু রায়, সোহেল রহমান ও সঞ্জীব দেব।

এদের মধ্যে ফাইজুল করীম ৪০তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম স্থান অর্জন করেছিলেন। তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে তাদেরকে অপসারণের কথা জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১ এর ধারা ৬ (২) এ- মোতাবেক তাদের চাকরি থেকে অপসারণ করা হল। ওই ধারায় বলা হয়েছে, সরাসরি নিয়োগের ক্ষেত্রে নিয়োগের অবসান করাতে পারবে সরকার।

আওয়ামী লীগ সরকার পতনের আগ মুহূর্তে নিয়োগ পাওয়া ৮০৩ জন এসআই এবং ৬৭ জন এএসপির নিয়োগ অবিলম্বে বাতিলের দাবিতে গত ১৭ অক্টোবর সংবাদ সম্মেলন করেছিল বিএনপি। এরপর দুই দফা প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিত হয়।

গত ১৫ ডিসেম্বর এলোমেলোভাবে হাঁটার অভিযোগে ২৫ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে শোকজ করা হয়। এবার সেই ধারাবাহিকতায় ছয়জনকে অপসারণ করা হলো।

এ সম্পর্কিত আরও খবর:

দেড় যুগ পর ২৭ বিসিএসের ১১৩৭ জনকে নিয়োগের নির্দেশ

আরও পড়ুন