
চলনবিলের উর্বর জমির সর্বনাশ
ফসলি জমিতে পুকুর কেটে নেওয়া মাটি ব্যবহার হচ্ছে সড়ক উন্নয়নে। নির্বিঘ্নে পুকুর কাটার তদবিরে ব্যয় করা হচ্ছে ১০-২০ লাখ টাকা। সড়ক উন্নয়নের নামে দুই-তিন ফসলি জমির এই সর্বনাশ তাকিয়ে দেখছে স্থানীয় প্রশাসন। দ্য সান ২৪ এর অনুসন্ধান।