অনুপ্রবেশকারী শনাক্তে দিল্লিতে পুলিশের ‘বাংলাদেশ সেল’

অবৈধ অনুপ্রবেশকারী শনাক্তে তল্লাশি চালাচ্ছে ভারতের পুলিশ সদস্যরা।
অবৈধ অনুপ্রবেশকারী শনাক্তে তল্লাশি চালাচ্ছে ভারতের পুলিশ সদস্যরা।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে অনুপ্রবেশের শঙ্কায় দিল্লি পুলিশ নতুন করে ফিরিয়ে এনেছে এমন একটি ‘সেল’ যেটি দুই দশক আগে প্রথমবারের মতো গঠন করা হয়েছিল।

ভারতের টাইমস অফ ইন্ডিয়া বুধবার এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে।

কী এই সেল?

২০০১ সালে দিল্লির প্রতিটি পুলিশ জেলায় এ ধরনের সেল তৈরি করা হয়েছিল। যার প্রাথমিক লক্ষ্যই ছিল দিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারী শনাক্ত করা। এতদিন পরে ফের সেই সেলকে জাগিয়ে তোলা হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে দিল্লির মতো মহারাষ্ট্রেও একাধিক বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়েছে, যাদের বিরুদ্ধে অবৈধভাবে বসবাসের অভিযোগ আনা হয়েছে। পুলিশের দাবি, তাদের কাছে জাল নথি মিলেছে।

এই পরিস্থিতিতে দিল্লিতে অবৈধ অভিবাসী নিয়ে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের সচিবালয়। এরপর বাংলাদেশিদের খুঁজে বের করতে স্থানীয় থানাগুলির পুলিশকর্মী এবং অন্য আধিকারিকদের নিয়ে একটি বিশেষ দল গঠন করা হয়েছে।

বাংলাদেশ সেলের প্রতিটি টিমে অন্তর্ভুক্ত করা হয়েছে পাঁচ থেকে দশজন পুলিশকর্মী, যাদের বাংলা ভাষার দক্ষতা রয়েছে। নেতৃত্ব দেবেন পরিদর্শক বা উপপরিদর্শক পদমর্যাদার পুলিশ কর্তা। সেলগুলোর মূল কাজ হলো তারা অনুপ্রবেশকারীদের বসবাসের আশঙ্কা রয়েছে এমনসব এলাকায় গিয়ে তারা সাধারণ মানুষের কাছ থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করবেন।

ইতোমধ্যে সেলের সদস্যরা দিল্লির বিভিন্ন অঞ্চলে কাজ শুরু করেছেন, যাদের হাতে ধরা পড়েছেন অন্তত ১৭৫ জন বাংলাদেশি।

ভারত পুলিশ বলেছে, এসব অবৈধ অভিবাসীদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। অবৈধ অভিবাসী সন্দেহে আটক হওয়া ২৫ জনেরও বেশি বাংলাদেশিকে দেশটিতে পাঠানোর প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করেছেন তারা।

আরও পড়ুন