যুক্তরাষ্ট্রে মুদি দোকান থেকে ‘মহামূল্যবান’ ডিম চুরি

Egg Trump 4

দাম বাড়ার ফলে যুক্তরাষ্ট্রে একটি মুদি দোকানের লরি থেকে লক্ষাধিক ডিম ‘হাওয়া’ করে দিয়েছে চোরেরা।

যুক্তরাষ্ট্রর পেনসিলভানিয়া রাজ্যে গত ১ ফেব্রুয়ারি চুরির এ ঘটনা ঘটেছে বলে পুলিশের ভাষ্য।

পুলিশ জানায়, রাজ্যের গ্রিনক্যাসলে ‘পিট অ্যান্ড গেরি’জ অর্গানিকসের’ লরি থেকে চোরেরা লক্ষাধিক ডিম নিয়ে যায়; যার মূল্য প্রায় ৪০ হাজার ডলার।

এ ঘটনা এমন একটি সময়ে ঘটল যখন বার্ডফ্লুর কারণে যুক্তরাষ্ট্রে ডিম একটি মূল্যবান খাবার হয়ে উঠেছে।

এর ফলে ওয়াফল হাউজও তাদের খাবারের তালিকায় থাকা ডিমের দাম বাড়িয়ে দিয়েছে। তারা মঙ্গলবার থেকে তারা ডিমের দাম আধা ডলার বাড়িয়েছে।

মার্কিন এই চেইন রেস্তোরাঁটি এই দাম বাড়ানোকে ‘ডিমের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সঙ্গে ‘সাময়িক সমন্বয়’ বলে ব্যাখ্যা করেছে।

যুক্তরাষ্ট্রে সরকারি তথ্য অনুসারে, গত বছর ডিমের দাম ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ বছর আরও ২৫ শতাংশ বৃদ্ধির আশঙ্কা করছে দেশটির কৃষি বিভাগ।

২০২২ সালে যুক্তরাষ্ট্র জুড়ে বার্ডফ্লু মহামারী দেখা দিলে লাখ লাখ মুরগি নিধন করা হয়। সম্প্রতি তার প্রাদুর্ভাব বেড়েছে বলেও জানিয়েছে কৃষি বিভাগ।

শুধু ডিসেম্বরের ডিমের দাম ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলেও সংস্থাটি জানায়।

২০২৩ সালের ডিসেম্বরে এক কার্টন ডিমের দাম ২ দশমিক ৫১ ডলার থাকলেও গত বছর তা গিয়ে দাঁড়ায় ৪ দশমিক ১৫ ডলারে। দামের এই ঊর্ধ্বমূখী প্রবণতায় অনেক দোকানের ডিমের শেল্ফ খালি দেখা যায়।

এ সম্পর্কিত আরও খবর:

যুক্তরাষ্ট্রে ডিমের সঙ্কট কেন, কী করবেন ট্রাম্প

আরও পড়ুন

সর্বশেষ

ads