একুশে পদক পেল নারী ফুটবল দল, সাবিনাদের উচ্ছ্বাস

Bangladesh Women Football

ভীষণ কঠিন এক সময় পার করছে বাংলাদেশের নারী ফুটবল। এই সময়ে কিছুটা হলেও স্বস্তি হয়ে এসেছে তাদের একুশে পদক পাওয়ার খবর। স্বাভাবিকভাবেই ভীষণ খুশি অধিনায়ক সাবিনা খাতুন।

বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ১৪ জন বিশিষ্ট নাগরিক এবং বাংলাদেশ নারী ফুটবল দলকে এই বছরের একুশে পদক দেওয়ার জন্য মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী একুশে পদকের তালিকা ঘোষণা করেছেন।

ভারতের আধিপত‍্য ভেঙে ২০২২ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে বাংলাদেশ। ২০২৪ সালে আরও একবার দারুণ ফুটবল উপহার দিয়ে ধরে রাখে শিরোপা।

তবে আপাতত নারী ফুটবলে চলছে চরম সঙ্কট। দুইবারের সাফ জয়ী অধিনায়ক সাবিনা, মাসুরা পারভীন, মারিয়া মান্দা, রূপনা চাকমা, মাতসুশিমা সুমাইয়াসহ ১৮ জন ফুটবলার অসংখ‍্য অভিযোগ এনে বিদ্রোহ ঘোষণা করেছেন কোচ পিটার জেমস বাটলারের বিরুদ্ধে।

কিছু দিন আগে একটি সংবাদ সম্মেলনে তারা দাবি করেছেন, কোচ হিসেবে বাটলার বহাল থাকলে অনুশীলনে ফিরবেন না তারা। ইংলিশ কোচের বিরুদ্ধে মানসিক নির্যাতন, বডি শেমিংয়ের মতো গুরুতর অভিযোগ আনেন তারা।

কোনো সমাধানে এখনও পৌঁছাতে পারেনি বাফুফে। এর মাঝেই এলো একুশে পদক পাওয়ার খবর। এই প্রথম দেশের কোনো ক্রীড়া দল পাচ্ছে একুশে পদক।

বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ মনে করছেন, এই স্বীকৃতি মেয়েদের ভবিষ্যতে আরও ভালো করতে অনুপ্রাণিত করবে।

“সাফ জয়ী মেয়েদেরকে একুশে পদক দেওয়া হচ্ছে। এটা অবশ্যই আনন্দের ব্যাপার। মেয়েদের জন্য যেকোনো স্বীকৃতির আনন্দের।”

“মনোনয়ন বোর্ডে যারা ছিলেন, যারা এই মেয়েদেকে স্বীকৃতি দেওয়ার জন্য মনোনিত করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এই স্বীকৃতি মেয়েদেরকে আগামীতে আরও ভালো করার জন্য অনুপ্রাণিত করবে।”

ছোট্ট প্রতিক্রিয়ায় অধিনায়ক সাবিনা বলেন, “ভালো লাগছে। অনেক সম্মানের এই পদক। আল্লাহর কাছে অনেক শুকরিয়া।”

আরও পড়ুন