পার্লামেন্ট ভেঙ্গে নির্বাচনের তারিখ দিলেন জার্মান প্রেসিডেন্ট

জার্মান প্রেসিডেন্ট শুক্রবার নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেন।
জার্মান প্রেসিডেন্ট শুক্রবার নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেন।

পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছেন জার্মান প্রেসিডেনট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমেইয়ের।

এর আগে ক্ষমতাসীন জোট ভেঙে যাওয়ার পর চ্যান্সেলর ওলাফ শলৎজ তাকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।

ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমেইয়ের শুক্রবার জানান, তিনি পার্লামেন্ট ভেঙে দেওয়ার অনুরোধে সম্মত হয়েছেন এবং নির্বাচনের জন্য আগামী ২৩ ফেব্রুয়ারি নতুন তারিখ নির্ধারণ করেছেন।

প্রেসিডেন্টের সিদ্ধান্তের অর্থ হলো জার্মানরা ফেব্রুয়ারিতেই নির্বাচনে যাচ্ছে।

গত সোমবার ওলাফ শলৎজের বিরুদ্ধে যে অনাস্থা ভোট হয়েছিলো তাতে হেরে যান তিনি। ১৯৪৯ সালের পর থেকে ষষ্ঠ বারের মতো এরকম পরিস্থিতির স্বীকার হলেন কোনো চ্যান্সেলর।

আর তৃতীয়বারের মতো মেয়াদ পূর্ণ না করেই বিদায় নিতে হচ্ছে কোনো সরকারকে, নির্বাচনও এগিয়ে আনতে হলো।   

আরও পড়ুন