কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জের ধরে ভারত ও পাকিস্তানের কূটনীতিক সম্পর্ক এরই মধ্যে পৌঁছেছে তলানিতে। বাণিজ্য সম্পর্ক যতটুকু ছিল তাও বন্ধ হয়ে গেল নতুন ঘোষণায়, সব ধরনের পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ভারত সরকার।
শনিবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
এতে বলা হয়, “পাকিস্তানে উৎপন্ন বা রপ্তানি করা সমস্ত পণ্যের প্রত্যক্ষ বা পরোক্ষ আমদানি বা পরিবহন, তা অবাধে আমদানিযোগ্য হোক বা অনুমোদনসাপেক্ষ, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করা হলো।”
জাতীয় নিরাপত্তা এবং জননীতির স্বার্থে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে উল্লেখ করে বলা হয়, এই নিষেধাজ্ঞার যে কোনও ব্যতিক্রমের জন্য ভারত সরকারের থেকে পূর্ব অনুমোদন নিতে হবে।
ইতোমধ্যে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানের সঙ্গে থাকা বন্দর ব্যবস্থাপনা।
গত ২২ এপ্রিল ভারতের পেহেলগামে হওয়া জঙ্গি হামলায় মৃত্যু হয় ২৫ জনের। এই হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে বলে অভিযোগ করে আসছে ভারত।
ওই ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভারত সরকারের পক্ষ থেকে সিন্ধু পানিচুক্তি স্থগিতের ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি ভারতে থাকা পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল ও তাদের দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়।