যুক্তরাষ্ট্রে ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি লবিস্ট নিয়োগ

india-pakistan-usa

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে দেশটির সম্পর্কের গুরুতর অবনতির প্রেক্ষাপটে উভয় দেশই যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছে।

যুক্তরাষ্ট্রের ক্ষমতাকেন্দ্রে নিজ নিজ অবস্থান তুলে ধরতেই দেশদুটি অর্থের বিনিময়ে এই লবিস্ট নিয়োগ দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন।

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হয়, যাদের বেশিরভাগই পর্যটক। এই হামলা ভারতে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে, সেইসঙ্গে প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিও উঠেছে।

পেহেলগামে হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে বলে অভিযোগ করে আসছে নয়াদিল্লি। এই অভিযোগে পেহেলগামে হামলার পরদিনই ভারত ৬৫ বছরের পুরোনো সিন্ধু পানিচুক্তি স্থগিতের ঘোষণা দেয়। এ ছাড়া পাকিস্তানের সঙ্গে সবচেয়ে বড় সীমান্ত ক্রসিং বন্ধ এবং পাকিস্তানিদের জন্য সব ধরনের ভিসা সেবাও স্থগিত করেছে ভারত। এর প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তান ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধের পাশাপাশি তাদের আকাশসীমাও বন্ধ করে দিয়েছে।

এ ছাড়া কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে প্রায় প্রতিরাতেই গোলাগুলির খবরও মিলছে। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রে নিজ নিজ অবস্থান তুলে ধরতে ভারত ও পাকিস্তানের অর্থের বিনিময়ে লবিস্ট নিয়োগের খবর প্রকাশ্যে এলো।

শুক্রবার দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের পরামর্শক জেসন মিলার ভারত সরকারের লবিস্ট হিসেবে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছেন। এই দায়িত্ব পালনের জন্য প্রতিমাসে তিনি পাবেন দেড় লাখ ডলার। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটিই লবিস্ট হিসেবে মিলারের প্রথম আনুষ্ঠানিক ভূমিকা।

দ্য ডনের দেখা যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নথি অনুযায়ী, জেসন মিলার নয়া দিল্লিকে কৌশলগত পরামর্শ, পরিকল্পনা, লবিং এবং জনসংযোগ সেবা প্রদান করবেন।

একজন যোগাযোগ কৌশলবিদ হিসেবে জেসন মিলার ট্রাম্পের দুটি নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এর আগে হোয়াইট হাউসে সিনিয়র পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করা মিলার টুইটারের বিকল্প হিসেবে ‘গেটার’ নামে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালু করেন, যা বাকস্বাধীনতার প্ল্যাটফর্ম হিসেবে প্রচারিত হয়। তিনি দেশটির রক্ষণশীল রাজনৈতিক মহলে এখনও সক্রিয় রয়েছেন।

এদিকে ভারতের যখন নিজেদের অবস্থান তুলে ধরতে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ দিয়েছে, তখন হাত-পা গুটিয়ে বসে নেই পাকিস্তানও। তারাও ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দুজনকে লবিস্ট হিসেবে নিয়োগ দিয়েছে বলে দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, পাকিস্তান তাদের লবিস্ট হিসেবে হোয়াইট হাউসের সাবেক ডেপুটি অ্যাসিস্টেন্ট কিথ শিলার ও ট্রাম্প অর্গানাইজেশনের সাবেক নির্বাহী জর্জ সোরিয়ালকে নিয়োগ দিয়েছে। এর জন্য তাদের প্রতিষ্ঠান ‘জ্যাভেলিন অ্যাডভাইজরস এলএলসি’ চুক্তিবদ্ধ হয়েছে সিডেন ল’এর সাবকন্ট্রাক্টর হিসেবে।

সম্প্রতি পাকিস্তান সরকারের সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী, সিডেন ল’ লবিস্ট নিয়োগবাবদ প্রতি মাসে পাকিস্তান সরকারের কাছ থেকে ২ লাখ ডলার পাবে।

আরও পড়ুন