ভারত ও পাকিস্তানের মধ্যে হামলা ও পাল্টা হামলার পেক্ষাপটে নিরাপত্তাজনিত উদ্বেগে বাংলাদেশমুখী তিনটি আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রাপথ বদল করা হয়েছে।
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মুহাম্মদ কামরুল ইসলাম এই পথ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ডেইলি স্টার।
গ্রুপ ক্যাপ্টেন মুহাম্মদ কামরুল ইসলাম জানান, বেসামরিক বিমানগুলোকে ঝুঁকিপূর্ণ আকাশসীমা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছিল।
তিনি আরও জানান, যাত্রাপথ পরিবর্তন করা তিনটি ফ্লাইটের মধ্যে ঢাকাগামী তুর্কি এয়ারলাইন্সের ফ্লাইট (টিকে ৭১২/৭১৩) ওমানের মাস্কাটে অবতরণ করে। এ ছাড়া জাজিরা এয়ারওয়েজের ফ্লাইট (৫৩১/৫৩২) দুবাইয়ে এবং একই এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট (৫৩৩/৫৩৪) যাত্রাপথ বদলে কুয়েতে চলে যায়।
পথ বদলে ভিন্ন গন্তব্যে যাওয়া ফ্লাইটগুলো বুধবার সকালে আবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয় বলেও জানিয়েছেন বিমানবন্দর কর্মকর্তারা।
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির পর থেকে পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে নয়টি স্থানে হামলা চালায় ভারত। জবাবে পাকিস্তানও পাল্টা হামলা চালায়।
পাকিস্তান বলছে, ভারতীয় হামলায় পাকিস্তানে ২৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪৬ জন আহত হয়েছে। অন্যদিকে ভারত বলছে, পাকিস্তানি হামলায় ১০ জন ভারতীয় বেসামরিক নাগরিক নহত এবং ৪৮ জন আহত হয়েছে।
এ ছাড়া ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান, যা এখনও নিশ্চিত করেনি ভারত। তবে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের সরকারি কয়েকটি সূত্র বলছে, সেখানে তিনটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।