লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসক।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি, যার তত্ত্বাবধানে সাবেক প্রধানমন্ত্রী চিকিৎসাধীন, শনিবার হাসপাতালে তাকে দেখে গিয়েছেন।
আপাতত লন্ডনে দ্য ক্লিনিকে খালেদা জিয়ার রুটিন পরীক্ষা নিরীক্ষা চলছে এবং সোমবার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে বিশেষ কিছু পরীক্ষা করা হতে পারে বলে জানান এ জেড এম জাহিদ।
উন্নত চিকিৎসার জন্য ৮ জানুয়ারি খালেদা জিয়া লন্ডনে যান। ওই দিনই লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে সরাসরি তাকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয়।
৭৯ বছর বয়স্ক খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন।
ছেলে তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমানসহ পরিবারের সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সার্বক্ষণিক পরিচর্যা করছেন বলে লন্ডনে অবস্থানরত বিএনপির একজন নেতা জানিয়েছেন।