বছরের শেষ দিন আজ। নতুন বছরকে স্বাগত জানাতে উদযাপনেরর আয়োজন চলছে পৃথিবীর নানা কোণে। গান, ক্ষণ গণনা, পার্টি এবং নববর্ষের খাবারের আয়োজন তো থাকছেই। তার সঙ্গে রয়েছে চোখ ধাঁধানো আতশবাজির প্রদর্শনী।
চলুন দেখে আসি দেশে দেশে জাঁকালো নতুন বছর উদযাপনের চিত্র।
সিডনি
মধ্যরাতে নতুন বছরকে স্বাগত জানানোর স্থানগুলোর মধ্যে অন্যতম অস্ট্রেলিয়ার সিডনি। নতুন বছর শুরুর ক্ষণের প্রধান আতশবাজি প্রদর্শনীটি হয় সিডনি হারবারে। সিডনির বিখ্যাত অপেরা হাউস এবং হারবার ব্রিজের সামনে থাকে এই আয়োজন।
তাইপে
তাইওয়ানের রাজধানী শহর তাইপেইতে নতুন বছরের আগমন দৃষ্টিনন্দনভাবে উদযাপন করা হয়ে থাকে। শহরের সবচেয়ে উঁচু ভবন, তাইপেই ১০১ থেকে রঙিন আতশবাজি ছোঁড়া হয়।
ব্যাংকক
এশিয়ার সেরা নাইটলাইফ শহরগুলোর কথা ভাবলে এক নম্বরে থাকে ব্যাংকক। আপনি আলো, শব্দ, জনসমাগম এবং উৎসব পছন্দ করেন তাহলে নতুন বছর উদযাপনের জন্য এ স্থানটি আপনার জন্য।
এছাড়া নতুন বছর শুরুর রাতটিতে ব্যাংকেক চাও ফ্রায়া নদীর তীরের শপিং ও বিনোদন কেন্দ্র আইকনসিয়াম- এ দুর্দান্ত আতশবাজির প্রদর্শনী হয়।
দুবাই
বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার দিকে এমনিতেই সবার নজর। তবে নতুন বছরের শুরুর ক্ষণটি যেন আরও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
এখনও বিশ্বের সর্বোচ্চ ভবনের রেকর্ড ধরে রাখা বুর্জ খলিফায় হাজার হাজার মানুষ সমবেত হয় নতুন বছরকে স্বাগত জানাতে এবং অসাধারণ আতশবাজির শো উপভোগ করতে।
কেপ টাউন
বিশ্বের অন্যতম সুন্দর শহরের মধ্যে একটি দক্ষিণ আফ্রিকার কেপ টাউন। নতুন বছরের আগের রাতে আতশবাজি শহরটিকে আরও দুর্দান্ত করে তোলে।
রোম
রোমানদের মতো করে উদযাপন করতে পারে এমন কম লোকই আছে। প্রাচীন রোমের চ্যারিয়ট রেসিং এবং সার্কাস ম্যাক্সিমাসে আতশবাজি পুড়িয়ে নতুন বছরের আগমন উদযাপন করা হয়। দৃষ্টিনন্দন এই প্রদর্শনীর সঙ্গে প্রাচীন রোমান সাম্রাজ্যের গৌরবময় সময়কালের পার্টিও আয়োজনকারীদেরও মুগ্ধ করে থাকে।
লন্ডন
নতুন বছরের আগের রাতটিতে লন্ডনেও চমৎকার আতশবাজির আয়োজন করা হয়, যা ওয়েস্টমিনস্টার, লন্ডন আই এবং বিগ বেনের কাছাকাছি অনুষ্ঠিত হয়ে থাকে।
আতশবাজির স্টেজ এরিয়ার টিকেট বিক্রি শেষ হয়ে গেলেও প্রিমরোজ হিল, হ্যাম্পস্টেড হিথের পার্লামেন্ট হিল, গ্রিনউইচ পার্ক এবং আলেকজান্ড্রা প্যালেসের মতো পাহাড়ি এলাকা থেকে এ ফায়ারওয়ার্কস বিনামূল্যে দেখতে পারবেন।
এছাডা মিলেনিয়াম ব্রিজ এবং সাউথওয়ার্ক ব্রিজ থেকেও দেখা যাবে।
রিও ডি জেনেরিও
আপনি যদি নতুন বছরটি ব্রাজিলীয় উন্মাদনায় উদযাপন করতে চান তবে রিও ডি জেনেরিওতে যান। মূল আয়োজনটি কোপাকাবানা সমুদ্র সৈকতে হয়ে থাকে। সন্ধ্যা নামার আগে থেকে উদযাপন শুরু হয়ে যায়। আয়োজনে নাচ-গানের সাথে থাকে আতশবাজির নয়নকাড়া আয়োজন।
নিউ ইয়র্ক সিটি
ম্যানহাটনের টাইমস্কয়ার আর নতুন বছর উদযাপন যুক্তরাষ্ট্র জুড়ে সমার্থ বহন করে। আপনি কোনোদিন সেখানকার উদযাপনে না গেলেও টেলিভিশন পর্দায় দেখে থাকবেন।
লাস ভেগাস
আলো ঝলমলে লাস ভেগাসেও থাকে নতুন বছর উদযাপনের প্রস্তুতি।
লাস ভেগাস স্ট্রিপে ওইদিন যানবাহন চলাচল বন্ধ করে দেয় এবং পথচারীদের দখলে চলে যায়। বিভিন্ন ক্যাসিনো তাদের ছাদ থেকে দৃষ্টিনন্দন আতশবাজির প্রদর্শনী শুরু করে।
সূত্র: সিএনএন