ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের

স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ছবিগুলোতে একটি স্থানে একটি বড়,  রূপালী রঙের ধাতব সিলিন্ডারের টুকরা ভেঙে একটি মাঠে পড়ে থাকতে দেখা গেছে।  ছবি: রয়টার্স
স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ছবিগুলোতে একটি স্থানে একটি বড়, রূপালী রঙের ধাতব সিলিন্ডারের টুকরা ভেঙে একটি মাঠে পড়ে থাকতে দেখা গেছে। ছবি: রয়টার্স

পাকিস্তানে ভারতের হামলার জবাবে পাল্টা হামলা চালিয়ে পাকিস্তান। এই পাল্টা হামলায় ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।

বুধবার পাকিস্তান সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এক ভিডিও বার্তায় ভারতীয় পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার এই দাবি করেন। ভিডিওটি প্রচার করেছে বার্তা সংস্থা রয়টার্স।

ভিডিওতে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “এখন পর্যন্ত আমি আপনাদের নিশ্চিত করতে পারি যে, পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে।“

এ প্রসঙ্গে ‘ভূপাতিত করা’ ভারতীয় যুদ্ধবিমানের নামও উল্লেখ করেন পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র। তিনি বলেন, ভূপাতিত করা যুদ্ধবিমানের মধ্যে তিনটি রাফায়েল, একটি সু-৩০ এবং একটি মিগ-২৯।“

এ ছাড়া ভারতের হামলায় অংশ নেওয়া একটি ‘হিরণ’ ড্রোনও গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেন লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী।

তবে ভারতীয় সামরিক বাহিনীর এই দাবির বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য আসেনি।

এদিকে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের স্থানীয় সরকারের চারটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, রাতে হিমালয় অঞ্চলের বিভিন্ন স্থানে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

পাকিস্তান সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী।

সূত্রগুলো আরও জানিয়েছে, বিধ্বস্ত যুদ্ধবিমানগুলোর তিনজন পাইলটকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ বিষয়ে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা কোনো মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ছবিগুলোতে একটি স্থানে একটি বড়,  রূপালী রঙের ধাতব সিলিন্ডারের টুকরা ভেঙে একটি মাঠে পড়ে থাকতে দেখা গেছে। রয়টার্স তাৎক্ষণিকভাবে ছবিটির সত্যতা যাচাই করতে পারেনি।

এর আগে বুধবার রাতে পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে নয়টি স্থানে হামলা চালায় ভারত।

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির পর থেকে পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে হামলা চালায় ভারত। জবাবে পাকিস্তানও পাল্টা হামলা চালায়।

পাকিস্তান বলছে, ভারতীয় হামলায় পাকিস্তানে ২৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪৬ জন আহত হয়েছে। অন্যদিকে ভারত বলছে, পাকিস্তানি হামলায় ১০ জন ভারতীয় বেসামরিক নাগরিক নহত এবং ৪৮ জন আহত হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

ads