ভারতে জঙ্গি হামলা: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের নির্ধারিত ঢাকা সফর স্থগিত করেছে ইসলামাবাদ। কাশ্মীরে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা মধ্যে এই সফর স্থগিত করা হলো।

আগামী ২৭ ও ২৮ এপ্রিল ঢাকা সফরের কথা ছিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার। তার সফরের সময় বাণিজ্য ও বিনিয়োগ এবং সংস্কৃতি খাতে কয়েকটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার সন্ধ্যায় পাকিস্তান দূতাবাস জানায়, “অপ্রত্যাশিত পরিস্থিতির’ কারণে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করতে পারছেন না। পারস্পরিক পরামর্শের মাধ্যমে সফরের নতুন তারিখ চূড়ান্ত করা হবে।”

এর আগে বিকাল পর্যন্ত এই সফর নিয়ে কাজ করছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অণুবিভাগের কর্মকর্তারা।

আগামী ২৮ এপ্রিল পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ইশাক দারের মধ্যে বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছিল। একইদিন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সৌজন্য সাক্ষাৎ করতেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। এছাড়া পাকিস্তান দূতাবাসের আয়োজনে একটি বিজনেস ইভেন্ট আয়োজন করা হয়েছিল।

বাংলাদেশ ও পাকিস্তানের অনেকগুলো ইন্সট্রুমেন্ট নিয়ে আলোচনা হয়েছিল। দুপক্ষ সম্মত হলে এরমধ্যে কয়েকটি হয়তো এবারের সফরে সই হওয়ার কথা ছিল। এর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাকিস্তান দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয় সমঝোতা স্মারকগুলো পর্যালোচনা করার জন্য।

আরও পড়ুন